
কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে গোসল করতে নেমে তলিয়ে যাওয়া পর্যটক মোহাম্মদ আহনাফের (১৮) মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের সদস্যরা। সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে সমুদ্র পাড়ার ১নং ওয়ার্ড থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মোহাম্মদ আহনাফ জাতীয় ক্রিকেটার মুশফিকুর রহিমের ভাতিজা।
কক্সবাজার ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা দোলন আচার্য্য জানিয়েছেন, সি-সেইফ লাইফগার্ডের সদস্য রুহুল আমিনের মাধ্যমে খবর পাই, সৈকতের ১ নম্বর ওয়ার্ডে একটি মরদেহ ভেসে এসেছে। পরে আহনাফের ছবি দেখে মরদেহ শনাক্ত করা হয়। এ সময় আহনাফের বড় ভাইসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
এএসএসসি পরীক্ষা শেষে অবকাশযাপনের জন্য বন্ধুদের সঙ্গে কক্সবাজারে আসেন আহনাফ। রবিবার (৭ সেপ্টেম্বর) দুপুর ২টা ৪০ মিনিটে বন্ধুদের সঙ্গে সৈকতে গোসলে নামেন তিনি। ওই সময় আরও দুইজন পর্যটক নিখোঁজ হন। সি-সেইফ লাইফগার্ডের টিমের সহযোগিতায় দুজনকে উদ্ধার করা হয়, তবে আহনাফের হদিস পাওয়া যায়নি।
মুশফিকুর রহিম মুঠোফোনে বলেন, ‘আমরা অনেক চেষ্টা করেছি। ডিসি ও প্রশাসনসহ স্থানীয়রা আমাদের সহযোগিতা করেছেন। এখন বাকিটা আল্লাহর ইচ্ছা।’
সি-সেইফ লাইফগার্ডের তথ্য অনুযায়ী, গত এক বছরে সমুদ্রে গোসলে নেমে ১১ জন পর্যটক প্রাণ হারিয়েছেন। একই সময়ে ৭৮ জনকে উদ্ধার করা হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অরিত্র হাসান (২২) গত ৮ জুলাই একইভাবে নিখোঁজ হন কিন্তু দুই মাসের বেশি সময় পার হলেও তাকে এখনো পাওয়া যায়নি।
বিবার্তা/ফরহাদ/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]