
অপেক্ষার প্রহর শেষে শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোটগ্রহণ শুরু। সকাল আটটায় শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। তবে ভোট গ্রহণের আগেই নির্বাচনে ব্যালট বাক্স স্বচ্ছ না কেন প্রশ্ন তুলেছেন স্বতন্ত্র ভিপি প্রার্থী শামীম হোসেন।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ভোরে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া পোস্টে তিনি এ প্রশ্ন তোলেন।
শামীম হোসেন লিখেছেন, ‘ব্যালট বক্স খুলে এলইডি স্ক্রিন এবং সারাদেশকে দেখিয়ে ভোটগ্রহণ শুরু করতে হবে। ৮১০টিই দেখাতে হবে। ট্রান্সপারেন্ট বক্স না রাখার কারণ কী?’
তার এ পোস্টের নিচে একই প্রশ্ন তুলে মন্তব্য করেছেন বামজোট সমর্থিত প্রতিরোধ পর্ষদের কার্যনির্বাহী সদস্য প্রার্থী হেমা চাকমা। তিনি লেখেন, ‘অবশ্যই ট্রান্সপারেন্ট (স্বচ্ছ) রাখা উচিত ছিল।’
এর আগে মধ্যরাতে দেওয়া আরেক পোস্টে ভিপি প্রার্থী শামীম হোসেন লেখেন, ‘কালকে আবাসিক এবং অনাবাসিক সবাই ভোট দিতে আসুন। এটা আমার অনুরোধ। নিজেদের আগামী দিনের ভাগ্য নির্ধারণ করুন।’
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]