
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ভোলা জেলার দশম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত ৬ সেপ্টেম্বর ভোলারনলিনী দাস বালিকা মাধ্যমিক বিদ্যালয়েএই সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে জেলা সভাপতি মোবাশ্বির উল্লাহ চৌধুরীর সভাপতিতে প্রধান অতিথি ছিলেন কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় সদস্য বরিশাল জেলা শাখার সভাপতি কমরেড অধ্যাপক মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সদস্য অ্যাডভোকেট সোহেল আহমেদ।
প্রধান অতিথি মিজান বলেন, জুলাই আগস্ট-এর অভ্যুত্থানের ভিতর দিয়ে আসা সরকার জনগণের ভাগ্যের পরিবর্তন ঘটাতে ব্যর্থ হয়েছে।
তিনি বলেন, বিগত দিনেও গণঅভ্যুত্থানের ফসল জনগণের ঘরে পৌঁছে নাই। বাম গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত জনগণের ভাগ্যের পরিবর্তন ঘটবে না। তিনি পার্টির কর্মীদেরকে দুর্নীতিবাজ লুটেরাদের পরিহার করে বামধারার সরকার প্রতিষ্ঠায় জনগণকে উদ্বুদ্ধ করার আহ্বান জানান।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কমরেড অ্যাডভোকেট সোহেল আহমেদ অধ্যাপক সঞ্জয় জোয়াদ্দার, সহকারি অধ্যাপক কামরুল হাসান হিরন , কমরেড সৈয়দ আহমেদ, কমরেড গৌতম সাহা, কমরেড কিরণ চন্দ্র ঘরামী,কমরেড জুয়েল প্রমুখ।
কমরেড মোবাশ্বিূর উল্লাহ চৌধুরীকে সভাপতি ও গৌতম সাহাকে সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট জেলা কমিটি গঠন করা হয়।
বিবার্তা/রিয়াজ/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]