
টাঙ্গাইলে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত হয়েছে।প্রযুক্তির যুগে সাক্ষরতার প্রসার এই প্রতিপাদ্য বিষয়ে নানা আয়োজনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত হয়।
৮ সেপ্টেম্বর, সোমবার সকালে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো টাঙ্গাইলের আয়োজন ও জেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত হয়।
দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য এক র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গিয়ে শেষ হয়। সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি সঞ্জয় কুমার মহন্ত'র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক। এসময় বিভিন্ন স্কুলের শিক্ষক- শিক্ষার্থীসহ জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
বিবার্তা/ইমরুল/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]