সাড়ে ৪ ঘণ্টায় উদয়ন স্কুল কেন্দ্রে ভোট পড়েছে ৫৬ শতাংশ
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৩:৩৭
সাড়ে ৪ ঘণ্টায় উদয়ন স্কুল কেন্দ্রে ভোট পড়েছে ৫৬ শতাংশ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভোটগ্রহণ চলছে। আটটি ভোট কেন্দ্রের ৮১০টি বুথে ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। এর মধ্যে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত উদয়ন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ৫৬ শতাংশ ভোট কাস্ট হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্র প্রধান অধ্যাপক শামীম রেজা।


মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে তিনি গণমাধ্যমকর্মীদের এই তথ্য জানান।


এই কেন্দ্রে মোট চারটি হলের শিক্ষার্থীরা ভোট দিচ্ছেন। এর মধ্যে সূর্যসেন হলের ৫৩.৫ শতাংশ ভোট কাস্ট হয়েছে বলে জানান শামীম রেজা। তিনি বলেন, সূর্যসেন হলের এখন পর্যন্ত ৮০০ ভোট কাস্ট হয়েছে।


জিয়াউর রহমান হলের ভোট কাস্ট হয়েছে ৮৮৪ এর মতো, যা মোট ভোটের ৫০.৪ শতাংশ। শেখ মুজিব হলের ভোট কাস্ট হয়েছে ৯৭০, যা মোট ভোটের ৬০ শতাংশ। এ ছাড়া জসিম উদ্দিন হলের ৭৬০টির মতো ভোট কষ্ট হয়েছে, যা মোট ভোটের ৫৮ শতাংশ।


শামীম রেজা বলেন, আবাসিক শিক্ষার্থীদের মতো অনাবাসিকেরও অনেক শিক্ষার্থী ভোট দিতে এসেছেন।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com