নারী নির্মাতাদের একক প্লাটফর্ম নির্মাণের লক্ষ্যে 'আন্তর্জাতিক অল উইমেন ফিল্ম ফেস্টিভাল'
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৪:৩৫
নারী নির্মাতাদের একক প্লাটফর্ম নির্মাণের লক্ষ্যে 'আন্তর্জাতিক অল উইমেন ফিল্ম ফেস্টিভাল'
চট্টগ্রাম প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

চট্টগ্রামে অনুষ্ঠিত হলো প্রথম আন্তর্জাতিক অল উইমেন চলচ্চিত্র উৎসব। দুই দিনের উৎসবে প্রদর্শিত হয় নারী নির্মাতাদের চলচ্চিত্র, ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ করে প্যালেস্টিনিয়ান ফিল্ম সেশন।


চট্টগ্রাম আন্তর্জাতিক অল উইমেন ফিল্ম ফেস্টিভাল (CIAWFF) ২০২৫-এর আয়োজন করা হয় ৪ ও ৫ সেপ্টেম্বর, আলিয়ঁস ফ্রঁসেজ, চট্টগ্রামে।


নারী নির্মাতাদের সৃজনশীলতা, সংগ্রাম ও সর্বোপরি তাদের জন্য একক প্লাটফর্ম নির্মাণের লক্ষ্যেই এ উদ্যোগ।


উৎসবের আয়োজন করে ফিল্ম ফর আস ও এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন (AUW) ফিল্ম ক্লাব। টাইটেল স্পন্সর ছিল কানেক্টহার (ConnectHer), ফটোগ্রাফি পার্টনার রিলস অ্যান্ড মোমেন্টস, আউটরিচ পার্টনার উইমেন্স ফিল্ম সোসাইটি বাংলাদেশ, আর ভেন্যু সহযোগী আলিয়ঁস ফ্রঁসেজ দে চট্টগ্রাম। প্রতিযোগিতা বিভাগে এ বছর পাঁচটি দেশের চলচ্চিত্র জমা পড়ে।


৪ সেপ্টেম্বর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফিল্ম ফর আস-এর সহ-প্রতিষ্ঠাতা সাদিয়া আফরিন, যিনি বলেন, “আমরা চাই নারীদের গল্প, নারীদের চোখে পৃথিবী দেখা—এই উৎসব সেই স্বপ্নের অংশ।” AUW ফিল্ম ক্লাবের সভাপতি সুমাইয়া বুশরা জানান, শিক্ষার্থী ও তরুণ প্রজন্মের অংশগ্রহণের মাধ্যমেই এই স্বপ্ন বাস্তব হয়েছে। কানেক্টহারের প্রতিনিধি নাসিমা আখতার দীর্ঘদিনের সহযোগিতার কথা স্মরণ করেন এবং নারী নির্মাতাদের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।


উৎসবে দুই দিনে সর্বোমোট ৪৩টি চলচ্চিত্র প্রদর্শিত হয়, যার সবগুলোর নির্মাতাই নারী। ১৩ টি প্রতিযোগিতা বিভাগের চলচ্চিত্রের পাশাপাশি ১২টি ফিলিস্তিনি নারী নির্মাতার চলচ্চিত্র প্রদর্শিত হয়।


দ্বিতীয় দিনের বিশেষ আকর্ষণ ছিল ফিলিস্তিনি নারী নির্মাতাদের চলচ্চিত্র প্রদর্শনী। টুডে দে টুক মাই সন ছবিটি দর্শকদের আবেগাপ্লুত করে তোলে। দর্শক-শ্রোতাদের অংশগ্রহণ প্রমাণ করে, ফিলিস্তিনের সংগ্রামের সাথে বাংলাদেশের মানুষের হৃদয়ের বন্ধন কতটা গভীর।


সমাপনী দিনে উপস্থিত ছিলেন চলচ্চিত্র নির্মাতা ও চলচ্চিত্র সেন্সর বোর্ডের সদস্য রফিকুল আনোয়ার রাসেল, টোকিও বিশ্ববিদ্যালয়ের ভিজ্যুয়াল অ্যানথ্রোপলজিস্ট ড. দীপেশ খড়েল, এবং খ্যাতিমান জাপানি তথ্যচিত্র নির্মাতা আসামি সাইতো। উৎসবের পরিচালক অধ্যাপক মাসউদুর রহমানের উদ্বোধনি বক্তব্যের মধ্য দিয়ে পুরষ্কার বিতরনি অনুষ্ঠানের শুরু হয়। সাংস্কৃতিক পরিবেশনার পর ঘোষণা করা হয় পুরস্কার: সেরা তথ্যচিত্রের পুরস্কার পেয়েছেন গুলজার নায়ানির অ্যাগেইনস্ট দ্য রাবল, আর সেরা ফিকশন চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে মল্লিকা রায়ের হোয়েন লাইট ফেডস অ্যাওয়ে।


প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত হয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী মোস্তফা সরয়ার ফারুকী বলেন, “চট্টগ্রামে সর্বমহিলা চলচ্চিত্র উৎসব করা সহজ নয়। এটি একটি কঠিন কাজ। আমি ধন্যবাদ জানাই সবাইকে, যারা এই উৎসব সম্ভব করেছে এবং যেসব নির্মাতা এতে অংশ নিয়েছেন। ভবিষ্যতে এ ধরনের আয়োজনে সরকারের পক্ষ থেকে সহযোগিতা থাকবে।”


ক্রেস্ট প্রদান ও কৃতজ্ঞতা জ্ঞাপনের মাধ্যমে শেষ হয় উৎসব। তবে অংশগ্রহণকারীদের মতে, এটি কেবল শুরু—নারী নির্মাতাদের সিনেমা নিয়ে বাংলাদেশে নতুন ধারার যাত্রা।


বিবার্তা/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com