
সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের দাবিতে দুই মহাসড়ক অবরোধ করেছে স্থানীয়রা। জানা গেছে, ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-৪ আসন থেকে কেটে নিয়ে ফরিদপুর-২ আসনে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে মহসড়ক অবরোধ করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল পৌনে আটটায় ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার মাধবপুর স্ট্যান্ড এলাকায় গাছের গুঁড়ি ফেলে ও রাস্তায় আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করা হয়। এ সময় ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
এছাড়াও ঢাকা-খুলনা মহাসড়কের আলগী ইউনিয়নের মনসুরাবাদ এলাকায় মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করায় ঢাকা-খুলনা মহাসড়ক বন্ধ হয়ে যায়। এতে মহাসড়কে কয়েকশ যানবাহন আটকা পড়ে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
দুইটি মহাসড়কের অন্তত পাঁচটি স্থানে স্থানীয় জনতা গাছের গুঁড়ি ফেলে মহাসড়ক অবরোধ করে রেখেছে।
মহাসড়ক দুটি অবরোধ করায় দক্ষিণবঙ্গের ২১ জেলার সাথে রাজধানীর যোগাযোগ বন্ধ হয়ে রয়েছে।
আসন বিন্যাস নিয়ে বাংলাদেশ নির্বাচন কমিশনের গেজেট বাতিলের দাবিতে গত শুক্রবার দুই দফা মহাসড়ক অবরোধ করে বিক্ষুদ্ধ এলাকাবাসী।
উপজেলা প্রশাসনের আশ্বাসের ভিত্তিতে তিন দিনের আল্টিমেটাম শেষে আজ আবার তারা মহাসড়ক অবরোধ করে।
বিষয়টি নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. রোকিবুজ্জামান জানান, উপজেলা প্রশাসন ও হাইওয়ে পুলিশের পক্ষ থেকে স্থানীয়দের বোঝানোর চেষ্টা চলছে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]