টেকনাফে ৪৭ লাখ টাকার স্বর্ণসহ দুই পাচারকারী আটক
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৫
টেকনাফে ৪৭ লাখ টাকার স্বর্ণসহ দুই পাচারকারী আটক
কক্সবাজার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কক্সবাজারের টেকনাফ সীমান্ত দিয়ে পাচারকালে অন্তত ৪৭ লাখ টাকা মূল্যের ৩০৪ গ্রাম স্বর্ণসহ দুই পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড।


রবিবার (৭ সেপ্টেম্বর) রাত ১১টায় গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


কোস্ট গার্ড সদর দফতরের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, রবিবার (৭ সেপ্টেম্বর) বিকাল ৫টায় টেকনাফ পৌরসভার জালিয়াপাড়া সংলগ্ন নাফ নদীতে মিয়ানমারের দিক থেকে আসা সন্দেহজনক একটি ডিঙি নৌকা দেখতে পান কোস্ট গার্ড সদস্যরা।


এ সময় কোস্ট গার্ড সদস্যরা ডিঙি নৌকায় থাকা লোকজনকে থামার নির্দেশ দিলে তারা পালানোর চেষ্টা করে। এ সময় নৌকাটি জব্দ এবং পাচারকারী দুইজনকে আটক করা হয়।


তিনি আরও জানান, আটককৃতদের কাছ থেকে ৩০৪.৮৬ গ্রাম ওজনের বিভিন্ন ধরণের স্বর্ণালংকার ও স্বর্ণ পাওয়া যায়। উদ্ধার করা এসব স্বর্ণের আনুমানিক মূল্য ৪৭ লাখ টাকার বেশি বলে মনে করা হচ্ছে।


আটক হওয়া পাচারকারীদের নাম ও পরিচয় জানাননি এই কর্মকর্তা। তবে তারা টেকনাফের বাসিন্দা বলে তথ্য দেন। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলার প্রস্তুতি চলছে।


বিবার্তা/ফরহাদ/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com