বিএনপি নেতা তুহিনের মুক্তির দাবিতে ডিমলায় গণমিছিল
প্রকাশ : ০৭ মে ২০২৫, ২২:২১
বিএনপি নেতা তুহিনের মুক্তির দাবিতে ডিমলায় গণমিছিল
নীলফামারী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সাবেক সংসদ সদস্য, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য, নীলফামারী জেলা বিএনপির সাবেক সভাপতি প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের নিঃশর্ত মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে নীলফামারীর ডিমলায় গণমিছিল হয়েছে।


মঙ্গলবার (৬ মে) বিকেলে ডিমলা ইসলামিয়া ডিগ্রি কলেজ মোড় থেকে কয়েক হাজার নারী-পুরুষের একটি গণমিছিল বের হয়ে শহরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সদরের স্মৃতিসৌধ চত্বরে সমাবেশে মিলিত হয়।


এ সময় জেলা বিএনপির উপদেষ্টা ও ডিমলা উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক রইসুল আলম চৌধুরির সভাপতিত্বে বক্তব্য দেন, কেন্দ্রীয় মহিলা দলের সদস্য অধ্যাপিকা সেতারা সুলতানা, ডিমলা উপজেলা যুবদলের সদস্য সচিব আশিক উল ইসলাম লেমন, যুগ্ম আহবায়ক আইয়ুব আলী, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি স্বপনুজ্জামান স্বপন,যুবদল নেতা তইবুল ইসলাম,উপজেলা ছাত্রদলের সাধারন সম্পাদক হালিমুল ইসলাম রাসেল প্রমুখ।


এ সময় বক্তারা অবিলম্বে তুহিনের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও তাকে নিঃশর্ত মুক্তি দেয়া না হলে বৃহত্তর রংপুর বিভাগে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।


উল্লেখ্য, কর ফাঁকি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ২০০৭ সালে তুহিনের বিরুদ্ধে গুলশান থানায় পৃথক দুটি মামলা দায়ের করে দুদক। এর মধ্যে কর ফাঁকির মামলায় ২০০৮ সালে পৃথক দুটি ধারায় তিন বছর ও পাঁচ বছরসহ মোট আট বছরের সশ্রম কারাদণ্ড দেন আদালত। দুই ধারার সাজা একত্রে চলবে বিধায় তাকে সর্বোচ্চ পাঁচ বছরের সাজা ভোগ করতে হবে বলে বিচারক সেই রায়ে উল্লেখ করেন। এ ছাড়া অবৈধ সম্পদের মামলায় ২০০৮ সালে তাকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেন আদালত।রায় ঘোষণার দীর্ঘ ১৭ বছর পর গত ২৯ এপ্রিল ঢাকার পৃথক দুই বিশেষ জজ আদালতে তার আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।


বিবার্তা/সুজন/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com