
টাঙ্গাইলের মধুপুরে পাহাড়ি বনাঞ্চলের গভীর জঙ্গল থেকে অধীর সূত্রধর (৬৫) নামের এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৭ মে) দুপুরে উপজেলার শোলাকুড়ী ইউনিয়নের পীরগাছা এলাকার সেগুনবাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত অধীর সূত্রধর টাঙ্গাইলের গোপালপুর উপজেলার কোনাবাড়ী এলাকার গোপি সূত্রধরের ছেলে। তিনি পেশায় একজন কাঠমিস্ত্রি।
অধীর সূত্রধরের ভাতিজা মুকুল সূত্রধর জানান, অধীর সূত্রধর মঙ্গলবার সকালে বাড়ি থেকে বের হন। সারাদিন বাসায় না ফেরায় বাড়ির লোকজন বিভিন্ন স্থানে তার খোঁজ-খবর নেন। সন্ধ্যার পরেও তার সন্ধান না পাওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে নিঁখোজ সংবাদ দেওয়া হয়।
বুধবার বেলা ১১ টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে জঙ্গলের মধ্যে ঝুলন্ত মরদেহ দেখে তারা অধীরকে চিনতে পারেন।
মধুপুর থানার পরিদর্শক তদন্ত রাসেল আহমেদ জানান, স্থানীয় লোকজন জঙ্গলে গরু চড়াতে গিয়ে সেগুন বাগানে মরদেহ ঝুলতে দেখে থানায় খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়।
নিহত অধীর সূত্রধরের পরিবারের লোকজনকে খবর দেওয়া হয়েছে। তারা আসার পর অভিযোগের ভিত্তিতে আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হবে।
বিবার্তা/ইমরুল/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]