ববির রেজিস্ট্রারকে অপসারণ করা হয়েছে: উপাচার্য
প্রকাশ : ০৪ মে ২০২৫, ১৫:৪৮
ববির রেজিস্ট্রারকে অপসারণ করা হয়েছে: উপাচার্য
বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) রেজিস্ট্রার মনিরুলকে পদ থেকে অপসারণ করা হয়েছে বলে জানিয়েছেন, উপাচার্য শুচিতা শরমিন।


রবিবার (৪ মে) বেলা সাড়ে ১১টায় ববি শিক্ষার্থীদের চলমান আন্দোলনসহ সামগ্রিক বিষয়ে উপাচার্যের ডাকা সংবাদ সম্মেলনে এ তিনি কথা জানান।


সংবাদ সম্মেলনে তিনি বলেন, সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী রেজিস্ট্রার মনিরুলকে পদ থেকে অপসারণ করা হয়েছে। আগামী ৭ দিনের মধ্যে বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন রেজিস্ট্রার নিয়োগ দেয়া হবে। এছাড়া শিক্ষার্থীদের নামে যে মামলা ও জিডি রয়েছে তা শিক্ষার্থীদের মুচলেকার মাধ্যমে প্রত্যাহার করে নেয়া হবে। তবে ইংরেজি বিভাগের অধ্যাপক মোহাম্মদ মহসিন উদ্দিনকে ববির সিন্ডিকেট ও অ্যাকাডেমিক কাউন্সিলের পদে পুনর্বহাল বিষয়ে হাইকোর্টের দারস্থ হয়েছেন, তাই সিদ্ধান্ত আদালত দেবেন। একই সঙ্গে ফ্যাসিস্ট সরকারের সমর্থক শিক্ষক কর্মকর্তাদের চিহ্নিত করতে ও ব্যবস্থা নিতে একজন সিন্ডিকেট সদস্যকে দায়িত্ব দেয়া হয়েছে।


অন্যদিকে ক্যান্সার আক্রান্ত শিক্ষার্থী জেবুন্নেছা হক জিমি মৃত্যুতে শোক প্রকাশ করে উপাচার্য বলেন, ওই শিক্ষার্থী ববি কর্তৃপক্ষের কাছে সহায়তার আবেদন করেও না পাওয়ার বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।


প্রসঙ্গত: কয়েক সপ্তাহ ধরে ববি শিক্ষার্থীরা সাবেক আওয়ামী লীগ নেতা রেজিস্ট্রার মনিরুলকে অপসারণসহ চার দফা দাবিতে আন্দোলন করছে। এ আন্দোলন দমাতে গত সোমবার (২৮ এপ্রিল) সহকারী রেজিস্ট্রার (নিরাপত্তা) কে এম সানোয়ার পারভেজ লিটন ১০ জনের উল্লেখসহ আরো ১০-১২ জন অজ্ঞাত শিক্ষার্থীর বিরুদ্ধে সাধারণ ডায়েরী করেন। এর আগে উপাচার্যের বাসভবনের প্রবেশ গেট ভাঙচুরের অভিযোগে গত ১৬ ফেব্রুয়ারি ৩২ ববি শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। বরিশাল মহানগর পুলিশের বন্দর থানায় বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার সহকারী রেজিস্ট্রার কেএম সানোয়ার পারভেজ লিটন বাদী হয়ে মামলাটি করেছিলেন।


বিবার্তা/মৃত্যুঞ্জয়/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com