
বান্দরবান জেলার লামা উপজেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটি গঠন করা হয়েছে।
জাতীয় ক্রীড়া পরিষদ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ঢাকার নির্দেশনার আলোকে (জাতীয় ক্রীড়া পরিষদ, ক্রীড়া অধিশাখার পত্র নম্বর:৩৪.০৩. ০০০০.০০৪.০১-০০২/২৩-৩১২৮, তারিখ: ২৭ আগস্ট ২০২৪খ্রিঃ) এ কমিটি গঠন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসারকে আহবায়ক ও যুব উন্নয়ন কর্মকর্তাকে সদস্য সচিব করে গঠিত হয় ৭ সদস্য বিশিষ্ট কমিটি। এতে অন্য পদের মধ্যে মো. দেলোয়ার হোসেন রফিক ক্রীড়ানুরাগী, কোচ সদস্য মো. নুরুল আলম, রেপারী সদস্য মো. ইব্রাহিম, ছাত্র প্রতিনিধি মো. ইয়াছিন আরাফাত ও ক্রীড়া সাংবাদিক পদে মো. নুরুল করিম আরমান রয়েছেন।
গঠিত কমিটি উপজেলা পর্যায়ে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা, খেলাধুলা আয়োজন, প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নসহ সময়ে সময়ে ক্রীড়া পরিষদ কর্তৃক বিভিন্ন ক্রীড়া সুবিধা পরিচালনা ও রক্ষনাবেক্ষণ কাজে সহযোগিতা প্রদান করবেন বলে জানান, উপজেলা নির্বাহী অফিসার ও এ্যাডহক কমিটির আহবায়ক মো.মঈন উদ্দিন।
বিবার্তা/আরমান/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]