শিরোনাম
জিয়ার নির্দেশেই সব ব্লগার হত্যা : ডিবি
প্রকাশ : ১২ নভেম্বর ২০১৬, ১৫:৩৭
জিয়ার নির্দেশেই সব ব্লগার হত্যা : ডিবি
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের নেতা চাকরিচ্যুত মেজর সৈয়দ জিয়াউল হকের নির্দেশেই দেশে সব ব্লগার হত্যার ঘটনা ঘটেছে বলে দাবি করেছে পুলিশ।


ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) যুগ্ম কমিশনার আবদুল বাতে শনিবার এ কথা জানিয়েছেন।


ডিবির এই যুগ্ম কমিশনার বলেন, ব্লগার হত্যার প্রতিটি ঘটনাই জিয়ার নির্দেশে হয়েছে। হত্যাসংক্রান্ত বিভিন্ন দায়িত্ব সদস্যদের মধ্যে তিনিই ভাগ করে দিতেন।


প্রকাশক ফয়সল আরেফিন দীপন ও ব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যায় নিলয় হত্যার ঘটনায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের এক সদস্যকে গ্রেফতারের বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে দুপুরের দিকে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করেন আবদুল বাতেন। ওই সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।


চাকরিচ্যুত মেজর জিয়া আনসারুল্লাহ বাংলা টিমের সামরিক শাখার নেতা। সে ২০১১ সালের ডিসেম্বরে সেনা অভ্যুত্থানে প্ররোচনা চালিয়ে ব্যর্থ হয়। এরপর থেকে পলাতক। তাকে সেনাবাহিনী থেকে চাকরিচ্যুত করা হয়েছে। তাকে ধরিয়ে দিতে ২০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে পুলিশ।


আবদুল বাতেন সংবাদ সম্মেলনে বলেন, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর কমলাপুর থেকে আনসারুল্লাহ বাংলা টিমের এক সদস্যকে গ্রেফতার করা হয়। সে দীপন ও নিলয় হত্যার সঙ্গে জড়িত।


ডিবির ভাষ্য, গ্রেফতার হওয়া ব্যক্তির নাম খাইরুল ইসলাম (২৪)। সে জামিল, রিফাত, ফাহিম ও জিসান নামেও পরিচিত। তার গ্রামের বাড়ি ঝিনাইদহ জেলার চণ্ডীপুরে।


প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে খায়রুল জানায়, ২০১৩ সালে এক ‘বড় ভাই’ মেজর জিয়ার সঙ্গে তার পরিচয় হয়। তার মাধ্যমেই সে আনসারুল্লাহ বাংলা টিমে যোগ দেয়। ২০১৪ সাল থেকে সংগঠনের তথ্যপ্রযুক্তি (আইটি) বিশেষজ্ঞ হিসেবে কাজ করে আসছিল সে। সে ইন্টারনেটে নজরদারি করতো। তথ্য বিশ্লেষণ করতো। সম্ভাব্য টার্গেটের বিষয়ে বড় ভাইকে তথ্য জানাতো।


ওই তথ্যের ওপর ভিত্তি করে ‘টার্গেট’ ঠিক করতো বড় ভাই। পরে টার্গেটের বিষয়ে আরো তথ্য সংগ্রহ করে বড় ভাইকে তা জানানো হতো।


আবদুল বাতেনের দাবি, জিজ্ঞাসাবাদে খাইরুল জানিয়েছে, চাকরিচ্যুত মেজর জিয়ার নির্দেশেই দীপন ও নিলয়কে হত্যা করা করা হয়।


গত বছরের ৩১ অক্টোবর রাজধানীর আজিজ সুপার মার্কেটে জাগৃতি প্রকাশনীর অফিসে দীপনকে কুপিয়ে হত্যা করা হয়। হত্যার পর আনসারুল্লাহ বাংলা টিম (আনসার আল ইসলাম) ওই খুনের দায় স্বীকার করে।


একই বছরের ৭ আগস্ট রাজধানীর গোড়ানে নিজ বাসায় ব্লগার নিলয়কে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। ওই দিনই এ হত্যার দায় স্বীকার করে জঙ্গি সংগঠন আল-কায়েদার ভারতীয় উপমহাদেশ (একিউআইএস) শাখার নামে বিবৃতি দেয়া হয়।


বিবার্তা/রোকন/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com