ঢাকা ও নারায়নগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৬ মানব পাচারকারীকে গ্রেফতার করেছে র্যাব। বুধবার পৌনে ১২টার দিকে র্যারে সদর দফতর থেকে পাঠানো এক ক্ষুদ্রে বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, গ্রেফতারকৃতদের কাছ থেকে দেশী-বিদেশী পাসপোর্ট. ভিসা তৈরির সরঞ্জামাদী ও নগদ প্রায় ১২ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। এছাড়া লিবিয়ায় চার জন ও দেশে ২ জনসহ মোট ৬ জন ভিকটিমকে উদ্ধার করা হয়েছে।
বুধবার বেলা ১টার রাজধানীর কাওরান বাজারস্থ র্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
বিবার্তা/খলিল/যুথি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]