আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাজধানীর শ্যামপুরে দুইপক্ষের মধ্যে মারামারি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন ২ জন। জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে ৪ জনকে।
রবিবার রাত সাড়ে ১০টায় এ ঘটনা ঘটে। রাত ১২টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনাস্থলে পুলিশ মোতায়েন ছিল। পরিস্থিতি ছিল শান্ত।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী ওয়াজেদ আলী জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র শ্যামপুরে দুইপক্ষের মারামারি ও ককটেল বিস্ফোরণে দুইজন গুরুতর আহত হয়েছেন।
এদের মধ্যে শহীদুল ইসলামের (৩৫) ডান চোয়ালে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। অপরজন ফারুক হোসেনের (২০) ডান চোয়ালে ককটেলের স্প্রিন্টার লেগেছে। দুইজনই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
ঘটনাস্থল থেকে সন্দেহভাজন ৪ জনকে আটক করা হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য। ঘটনার মূল কারণ উদঘাটনের চেষ্টা করছে পুলিশ।
এদিকে, আহত দুইজনের অভিযোগ, মাদক ব্যবসায়ীরা তাদের ওপর হামলা করেছে। হত্যার উদ্দেশেই তাদেরকে আক্রমণ করা হয়েছে।
বিবার্তা/ইফতি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]