
রাজধানীর মালিবাগে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে আবদুস সাত্তার মণ্ডল (৪০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। সোমবার বেলা দেড়টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সাত্তার মণ্ডলের ছেলে শাওনের বন্ধু ফুহাদ বলেন, মালিবাগ পাবনা গলির ২২২/১০ নম্বর বাসায় ভাড়া থাকেন সাত্তার মণ্ডলের পরিবার। শাওন ফোন করে তাদের বাসায় যেতে বলে। গিয়ে দেখি তার বাবার মাথা ও শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের চিকিৎসক বেলা দেড়টায় তাকে মৃত ঘোষণা করেন।
সাত্তার মণ্ডলের বাড়ি সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার চালা গ্রামে। তার স্ত্রী দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে শনিবার গ্রামের বাড়িতে যান। সাত্তার মণ্ডল একাই বাসায় ছিলেন।
শাওনের বরাত দিয়ে ফুহাদ বলেন, বাড়ির মালিক দুপুরে শাওনকে বিষয়টি ফোন করে জানান। পরে শাওন আমাকে ফোন করে তাদের বাসায় যেতে বলে। আমি তাদের বাসায় গিয়ে দেখি তার বাবা রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে আছেন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাই।
ঢাকা মেডিক্যাল ক্যাম্প পুলিশের সহকারী উপ-পরিদর্শক এএসআই বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।
বিবার্তা/নানা/জেমি/জিয়া
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]