
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একটি ফ্লাইট ১১ কেজি ৬শ’ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুরে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইট থেকে স্বর্ণগুলো উদ্ধার করা হয়।
ঢাকা কাস্টমসের সহকারী কমিশনার এহসানুল কবীর বিষয়টি নিশ্চিত করেন।
আহসান কবির জানান, বিমানটি অবতরণের পর সেটিতে কাস্টম হাউজের কর্মকর্তারা তল্লাশি চালান। এক পর্যায়ে একটি আসনের নিচ থেকে ১০০টি সোনার বার উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া সোনার পরিমাণ ১১ কেজি ৬০০ গ্রাম। যার বাজার মূল্য প্রায় ৬ কোটি টাকা। তবে এসময় কাউকে আটক করা যায়নি।
স্বর্ণের এই চোরাচালানের সাথে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে বলেও জানান আহসান কবির।
বিবার্তা/জাকিয়া/যুথি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]