শিরোনাম
রাজধানী থেকে গাড়িসহ চোরচক্রের ৬ গ্রেপ্তার
প্রকাশ : ১৩ অক্টোবর ২০১৬, ১৪:৫০
রাজধানী থেকে গাড়িসহ চোরচক্রের ৬ গ্রেপ্তার
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ছয়টি চোরাই প্রাইভেট কার ও চারটি মোটরসাইকেলসহ চোরচক্রের ছয়জনকে গ্রেপ্তারকরেছে গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তাররা হলেন মো. শফিকুল ইসলাম ওরফে হৃদয় (৩৫), মো. আব্দুল মজিদ (৩৪), জুবাইদুল আলম ওরফে রানা (২৭), আব্দুল হামিদ ওরফে আংকেল (৩৫), রশিদ (২৯) ও আসাদুজ্জামান লাল সেখা ওরফে লাল্টু (৩০)। তারা মলম বা ঘুমের ওষুধ মিশ্রিত পানি পান করিয়ে গাড়ি চুরি করতো বলে জানিয়েছে পুলিশ।


বৃহস্পতিবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এমন তথ্য জানিয়েছেন ডিবির যুগ্ম কমিশনার আবদুল বাতেন।


তিনি জানান, গত ৪ আগস্ট সন্ধ্যায় পল্টন থানার মুক্তাঙ্গন থেকে রাজবাড়ি যাওয়ার উদ্দেশে একটি এক্সিও গাড়ি (ঢাকা মেট্রো -গ-২৬-১৪৩২) ছয় হাজার টাকায় ভাড়া করে চোরচক্রের সদস্যরা। পরে তারা মুক্তাঙ্গন থেকে রওয়ানা দিয়ে মোহাম্মদপুর জাপান গার্ডেন সিটি ও ফার্মগেটসহ ঢাকা বিভিন্ন এলাকা ঘোরাঘুরি করে। পরে রাত ১টা ৪০ মিনিটের সময় মোহাম্মদপুর থানার বেড়িবাঁধের উপর ভাংগা মসজিদের সামনে পৌঁছে চালককে গাড়ি থামাতে বলে। গাড়িচালকও তাদের কথামতো গাড়ি থামায়।


এ সময় চোরচক্রের সদস্যরা মো. তিলু নামের ওই চালককে কৌশলে আখের রস খাওয়ায়। কিছুক্ষণের মধ্যে তিলু অজ্ঞান হয়ে পড়েন।


এক পর্যায়ে তারা গাড়িচালককে বেড়িবাঁধের ঢাকা উদ্যোনের পশ্চিম পাশে একটি ঢালু জায়গায় ফেলে গাড়ি নিয়ে পালিয়ে যায়।


এ ঘটনায় তিলু মোহাম্মদপুর থানায় একটি অভিযোগ করেন বলে জানায় গোয়েন্দা পুলিশের ওই কর্মকর্তা।


তিনি আরো জানান, তিলুর অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত সাপেক্ষে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তারকরা হয়েছে।


বিবার্তা/খলিল/জেমি/জিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com