
রাজধানীর কারওয়ানবাজারে মোবাইল ব্যবসায়ীদের বিক্ষোভ দমাতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ।
রবিবার (৪ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।
ঘটনাস্থালে দেখা গেছে. মোবাইল ব্যবসায়ীদের পূর্ব নির্ধারিত বিক্ষোভ দুপুর দেড়টার দিকে কারওয়ানবাজার মোড় অবরোধদ করতে গেলে পুলিশ বাধা দেয় এবং আন্দোলনকারীদের ছত্রভঙ করতে পুলিশ একাধারে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। পরে পরিস্থিনি নিয়ন্ত্রণে পুলিশের সঙ্গে যোগ দেয় সেনাবাহিনী।
আন্দোলনের সঙ্গে জড়িত এক ব্যক্তি বলেন, সকাল ৯টার পর থেকে কারওয়ানবাজারে মোবাইল ব্যবসায়ীরা জড়ো হতে থাকেন। পরে লোকজন বাড়তে থাকে। দুপুর ১২টার পর পুলিশ মোবাইল ব্যবসায়ীদেরদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে। এ সময় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সাড়ে ১২টার দিকে মোবাইল ব্যবসায়ীরা বিভিন্ন অলিগলিতে অবস্থান নেন।
এর আগে, সম্প্রতি বিটিআরসি ভবনে হামলা চালান মোবাইল ব্যবসায়ীরা। এ ঘটনায় মামলা হয়েছে। আটক করা হয়েছে প্রায় অর্ধশত।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]