
দেশের বিভিন্ন জেলার মতোই রাজধানী ঢাকাতেও জেঁকে বসেছে শীত। সকাল গড়িয়ে দুপুরেও ঢাকার আকাশে দেখা মেলেনি সূর্যের।
রবিবার (২৮ ডিসেম্বর) সকাল থেকেই ঘন কুয়াশার চাদরে মোড়ানো ঢাকা। একই সঙ্গে দেশের উত্তর ও উত্তর পশ্চিম দিক থেকে বইছে ঠান্ডা বাতাস। এতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।
কুয়াশার কারণে শীত একটু বেশি অনুভূত হচ্ছে বলে জানাচ্ছেন রাজধানীবাসী। ঢাকায় আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪.৩ ডিগ্রি সেলসিয়াস।
পৌষের ২য় সপ্তাহে ঘর থেকে বের হয়ে আচমকা হিম বাতাসের ধাক্কা। রবিবার সকাল থেকে আবারও কুয়াশায় আচ্ছন্ন গোটা রাজধানী, নেই সূর্যের দেখা। সকালে স্কুল, কলেজ, অফিসগামী অনেকেই পড়েন বিপাকে।
হঠাৎ আবহাওয়ার এমন ছন্দপতনে ছন্দ হারিয়েছে নগরজীবন। বৈরি এ আবহাওয়ার খানিকটা বিপর্যস্ত খেটে খাওয়া সাধারণ মানুষ।
আবহাওয়া অধিদফতর জানিয়েছে, উত্তরপ্রদেশ থেকে আসা হিমবাহে দিন ও রাতের তাপমাত্রা কাছাকাছি চলে আসায় ঘন কুয়াশা কাটতে সময় লাগবে, যা থাকবে আরও তিন থেকে চার দিন।
গত ২৪ ঘন্টায় ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৩.০ ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪.৩ ডিগ্রি সেলসিয়াস।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]