কেরানীগঞ্জে মাদরাসায় বিস্ফোরণ, বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৫, ১৫:৩৮
কেরানীগঞ্জে মাদরাসায় বিস্ফোরণ, বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় একটি মাদরাসা ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে নারী ও শিশুসহ চারজন আহত হয়েছেন। বিস্ফোরণে বিধ্বস্ত হওয়া মাদরাসাটি থেকে বিস্ফোরকসহ বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার ও এ ঘটনার রহস্য উদঘাটন করেছে পুলিশ।


শনিবার (২৭ ডিসেম্বর) ঢাকা জেলার পুলিশ সুপার মো. মিজানুর রহমান জানান, মাদরাসায় বোমা বিস্ফোরণের ঘটনায় রহস্য উদঘাটন করা হয়েছে। এ বিষয়ে আজ বিকেলে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।


জানা গেছে, হাসনাবাদের উম্মাল কুরা ইন্টারন্যাশনাল মাদরাসাটিতে শুক্রবার দুপুরে এ বিস্ফোরণ ঘটে।


আহতরা হলেন- মাদরাসার পরিচালক শেখ আল আমিন (৩২), তার স্ত্রী আছিয়া বেগম (২৮) এবং তাদের তিন সন্তানের মধ্যে দুই ছেলে উমায়েত (১০) ও আব্দুল্লাহ (৭)।


পুলিশ ভবনের ভেতর থেকে কেমিক্যাল, ককটেল ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com