সরকারি ছুটি ও রাজনৈতিক কর্মসূচিতে যাত্রীশূন্য মেট্রো রেল
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৫, ১৪:০৬
সরকারি ছুটি ও রাজনৈতিক কর্মসূচিতে যাত্রীশূন্য মেট্রো রেল
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

খ্রিষ্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষ্যে সরকারি ছুটি ও রাজনৈতিক কর্মসূচির প্রভাবে আজ যাত্রীশূন্য, স্বাভাবিক ভিড়ের চেনা চিত্র দেখা যায়নি মেট্রোরেল ।


বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সরেজমিনে এমন চিত্র দেখা গেছে,রাজধানীতে মেট্রোরেল চলাচলে অস্বাভাবিক নীরবতা। যে মেট্রোরেল সাধারণত সকাল থেকে রাত পর্যন্ত যাত্রীতে ঠাসা থাকে, সেখানে আজ স্টেশন ও কোচজুড়ে ছিল ফাঁকা পরিবেশ। রাজনৈতিক কর্মসূচি, সরকারি ছুটি এবং বহু অফিস বন্ধ থাকার প্রভাবে যাত্রীসংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে যায় বলে সংশ্লিষ্টরা মনে করছেন।


সকালের ব্যস্ত সময়ে উত্তরা থেকে আগারগাঁও ও মতিঝিলমুখী ট্রেনগুলোতে স্বাভাবিক ভিড় দেখা যায়নি। যেসব স্টেশনে প্রতিদিন দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টিকিট কাটতে হয়, সেখানে আজ অপেক্ষার তেমন চাপ ছিল না। অনেক যাত্রী সহজেই বসার আসন পেয়ে গেছেন, যা মেট্রোরেলের ক্ষেত্রে বিরল বলেই মনে করেন নিয়মিত যাত্রীরা।


স্টেশনগুলো ঘুরে দেখা গেছে, প্রবেশপথ, প্ল্যাটফর্ম এবং এক্সিট এলাকায় নিরাপত্তাকর্মী ও কর্মচারীদের উপস্থিতি স্বাভাবিক থাকলেও যাত্রীদের আনাগোনা ছিল সীমিত। বিশেষ করে অফিস সময় হিসেবে পরিচিত সকাল আটটা থেকে দশটার মধ্যে যাত্রীসংখ্যা ছিল চোখে পড়ার মতো কম। বিকেলের দিকেও পরিস্থিতির খুব একটা পরিবর্তন হয়নি।


যাত্রীরা জানান, আজ অনেক অফিস ও প্রতিষ্ঠান কার্যক্রম সীমিত রেখেছে বা বন্ধ ছিল। পাশাপাশি রাজধানীর একাধিক এলাকায় বড় রাজনৈতিক কর্মসূচি থাকায় অনেকেই ঘর থেকে বের হননি। ফলে মেট্রোরেলের ওপর চাপ কমে যায়। কেউ কেউ বিকল্প হিসেবে বাস বা ব্যক্তিগত যান ব্যবহার না করে পুরোদিন বাইরে না যাওয়ার সিদ্ধান্ত নেন।


আগারগাঁও স্টেশনে অপেক্ষমাণ এক যাত্রী বলেন, প্রতিদিন এই সময় ট্রেনে উঠতেই কষ্ট হয়। আজ দেখি পুরো কোচে ফাঁকা সিট। এমন দিন খুব কমই দেখা যায়।


আরেক যাত্রী জানান, অফিস বন্ধ থাকায় শুধু ব্যক্তিগত কাজে বের হয়েছেন, তাই ভিড় না থাকায় যাত্রা অনেক আরামদায়ক হয়েছে।


মেট্রোরেল সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, আজ ট্রেন চলাচলের সূচি স্বাভাবিক ছিল। তবে যাত্রীসংখ্যা কম থাকায় প্ল্যাটফর্মে ভিড় ব্যবস্থাপনার বাড়তি চাপ পড়েনি। এতে স্টেশন পরিচালনাও ছিল তুলনামূলক সহজ। যদিও যাত্রী কম হওয়া সত্ত্বেও নিরাপত্তা ও সেবার মান বজায় রাখা হয়েছে।


দিনভর মেট্রোরেলের এই ফাঁকা চিত্র রাজধানীর সামগ্রিক পরিস্থিতিকেই প্রতিফলিত করেছে। একদিকে নির্দিষ্ট এলাকায় কর্মসূচি ঘিরে চাপ ও ব্যস্ততা, অন্যদিকে মেট্রোরেলসহ বিভিন্ন স্থানে নীরবতা ও শূন্যতা। সব মিলিয়ে আজকের ঢাকা ছিল দুই রকম বাস্তবতার শহর, যেখানে মেট্রোরেলের ফাঁকা কোচ সেই নীরবতারই প্রতীক হয়ে উঠেছে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com