একঝাঁক তরুণের উদ্যোগে ‘ক্লিন সিটি গ্রিন সিটি’ পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৫, ০১:২৭
একঝাঁক তরুণের উদ্যোগে ‘ক্লিন সিটি গ্রিন সিটি’ পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

নতুন বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকার নিয়ে উদ্যোমি তরুণ/তরুণীদের উদ্যোগে গুলশান এবং এর আশেপাশে এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমের মাধ্যমে ‌‌‘ক্লিন সিটি গ্রিন সিটি’ সংগঠনটি যাত্রা শুরু হয়েছে।


বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সংগঠনটির প্রধান সমন্বয়ক মো. লুৎফর রহমান খান বাদলের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


উক্ত সংগঠনে উপস্থিত ছিলেন সংগঠনটির প্রধান সমন্বয়ক মো. লুৎফর রহমান খান বাদল, এছাড়াও সংগঠনের সমন্বয়ক মো. আসাদ মুরাদ তালুকদার, সমন্বয়ক মো. এনামুল কবির শিশির, সমন্বয়ক মুহাম্মদ শাহ নাজিম মুনান, সদস্য এম রাজিবুল ইসলাম তালুকদার বিন্দু, সদস্য খন্দকার সোলাইমান কবির আরিফ, সদস্য আরাফাত সিদ্দিকী ও সদস্য হাবিবুর রহমান হাবিব সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।


অভিযানে সংগঠনের স্বেচ্ছাসেবীরা সড়ক, ফুটপাত ও জনসমাগমপূর্ণ স্থান থেকে ময়লা-আবর্জনা পরিষ্কার করেন এবং স্থানীয় বাসিন্দা ও পথচারীদের মধ্যে পরিষ্কার পরিচ্ছন্নতায় সচেতনতা বৃদ্ধির বার্তা ছড়িয়ে দেন।


এ সময় সংগঠনের প্রতিনিধিরা জানান, ভবিষ্যতে ঢাকাসহ সারা দেশব্যাপী এ ধরনের পরিচ্ছন্নতা ও সবুজায়ন কার্যক্রম অব্যাহত থাকবে।


কর্মসূচিতে অংশগ্রহণকারী তরুণ/তরুণীরা আরও বলেন, একটি সুন্দর ও বাসযোগ্য শহর গড়ে তুলতে নাগরিকদের সম্মিলিত উদ্যোগ অত্যন্ত জরুরি।


এছাড়াও সংগঠনটি বৈশিক জলবায়ু পরিবর্তনের প্রভাব ও প্রাকৃতিক বিপর্যয়গুলো প্রতিহত ও মোকাবেলায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তাদের কার্যক্রম অব্যাহত রাখবে।


এই উদ্যোগে স্থানীয় বাসিন্দাদের স্বতঃস্ফূর্ত সহযোগিতা ও উৎসাহ সংগঠনের সদস্যদের আরও অনুপ্রাণিত করেছে। আয়োজকরা বিশ্বাস করেন, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই "পরিচ্ছন্ন শহর, সবুজ শহর" বাস্তবায়ন সম্ভব।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com