
ঢাকার কেরানীগঞ্জের বাবুবাজারে একটি ১২ তলা ভবনে লাগা আগুন সাড়ে ৪ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট।
শনিবার (১৩ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে জমেলা টাওয়ার নামে ওই ভবনে আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ভোরে জমেলা টাওয়ার নামে ১২ তলা ভবনের নিচ তলায় আগুনের সূত্রপাত ঘটেছে। বেজমেন্টের প্রতিটি শাটার ভেঙে কাজ করতে হচ্ছে। এবং এখন পর্যন্ত ৪২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এছাড়া কেরানীগঞ্জ, সদরঘাট ও সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের মোট ১৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
জানা গেছে, ভবনটিতে মার্কেটের পাশাপাশি আবাসিক ফ্ল্যাটও আছে। এখানে জুট, কাপড়-চোপড় ও একসেসরিজের দোকান রয়েছে।
তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]