
রাজধানীর রমনা এলাকায় একটি চার্চের গেইটে ককটেলের বিস্ফোরণ ঘটেছে। তবে এটা কারা ঘটিয়েছে তা এখনো শনাক্ত করতে পারেনি পুলিশ।
শুক্রবার (৭ নভেম্বর) রাত ১১টার পর রমনা এলাকায় সেন্ট মেরিস ক্যাথেড্রাল চার্চে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, হঠাৎ করে রাত ১১টার পর একটি মোটরসাইকেল এসে চার্চের গেইটে থামে এবং ককটেল নিক্ষেপ করে। এ সময় আশপাশের সবাইকে আতঙ্কে দৌড়াদৌড়ি করতে দেখা যায়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) রমনা থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, রাত ১১টার পর রমনা এলাকার একটি চার্চের গেইটের বাহিরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে কারা এমন ঘটনা ঘটিয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]