
রাজধানীর পোস্তগোলায় রাস্তা পার হওয়ায় সময় ট্রাকচাপায় সাকিব (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে পুলিশ।
বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহত চাচাতো ভাই সাবু হোসেন জানান, সাকিবদের বাড়ি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বহলবাড়িয়া গ্রামে। সাকিব বর্তমানে ফতুল্লার রসূলপুর এলাকায় স্ত্রী হালিমা আক্তার ও দুই সন্তানকে নিয়ে থাকতেন এবং একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন।
তিনি আরও জানান, বুধবার সাকিবের স্ত্রী হালিমা, দুই সন্তানকে নিয়ে গ্রাম থেকে ফিরছিলেন। সাকিব তাদের এগিয়ে নিতে পোস্তগোলা মোড়ে যান। সেখানে রাস্তা পার হওয়ার সময় একটি ট্রাক তাকে চাপা দেয়।
কদমতলী থানার উপপরিদর্শক (এসআই) মো. মুজাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বুধবার সন্ধ্যার দিকে পোস্তগোলা মোড়ে রাস্তা পার হচ্ছিলেন ওই যুবক। এসময় দ্রুতগতির একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান তিনি। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি জব্দ করা হয় এবং চালককে আটক করা হয়েছে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]