
বার্তা প্রতিবেদক
রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। এসময় তাপমাত্রার কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই বলেও সংস্থাটি জানিয়েছে।
শুক্রবার (৩১ অক্টোবর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। পাশাপাশি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। সেই সঙ্গে দিনের তাপমাত্রা সাধারণত অপরিবর্তিত থাকতে পারে।
এদিকে সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
এসময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯১ শতাংশ।
ঘূর্ণিঝড় মোন্থার প্রভাবে শুধু ঢাকা নয় শুক্রবার দেশের আরও কয়েকটি জেলায় বৃষ্টি হতে পারে। সকাল ৮টার পর থেকে বিকেল ৫টার মধ্যে রংপুর বিভাগের সব জেলার উপরে হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। এরমধ্যে দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট জেলার উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত বেশি। পাশাপাশি এই সময়ে রাজশাহী বিভাগের সব জেলার উপরে হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। এরমধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত বেশি রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, নওগাঁ, বগুড়া ও সিরাজগঞ্জ জেলার উপরে।
অন্যদিকে শুক্রবার টাঙ্গাইল, গাজীপুর ও কিশোরগঞ্জ জেলা ছাড়া ঢাকা বিভাগের অন্যান্য জেলাগুলোর উপরে দুপুর ৩টার আগে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম। তবে এই সময়ে কুষ্টিয়া, মেহেরপুর জেলা ছাড়া খুলনা বিভাগের উপকূলীয় জেলাগুলোর কোনো কোনো স্থানে হালকা পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
এছাড়া শুক্রবার সকাল ১০টার পর থেকে বিকেল ৫টার মধ্যে বরিশাল বিভাগের উপকূলীয় জেলাগুলোর কোনো কোনো স্থানে হালকা বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে এই সময়ের মধ্যে চট্টগ্রাম বিভাগের নোয়াখালী ও ফেনী জেলার কোনো কোনো স্থানে হালকা পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছেন আবহাওয়া ও জলবায়ু বিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]