শরতেও রোদের তাপে পুড়ছে ঢাকা, শীতের ছোঁয়া অনেক দূর
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৫, ১০:৪৯
শরতেও রোদের তাপে পুড়ছে ঢাকা, শীতের ছোঁয়া অনেক দূর
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

শরতের আকাশ ঢাকায় আজও রোদে ঝলমল। সকাল থেকেই সূর্যের কিরণ যেন চড়াও হয়ে উঠেছে নগরজীবনের প্রতিটি কোণে। বাতাসে ভাসছে আর্দ্রতার ভার; ঘামে ভেজা গা, পথের ক্লান্তি আর অবসাদ জানান দিচ্ছে, শীতের হালকা ছোঁয়াও এখনো অনেক দূরে।


সোমবার (২০ অক্টোবর) সকাল ৭টায় বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত ৬ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়েছে, ঢাকায় আপাতত নেই বৃষ্টির কোনো ইঙ্গিত। আকাশ থাকবে কখনো মেঘলা, কখনো পরিষ্কার; তবে সারাদিনই আবহাওয়া থাকবে শুষ্ক।


উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে হালকা বাতাস বয়ে যেতে পারে নগরের ওপরে। এতে কোনো স্বস্তির পরশ মেলে না, বরং উল্টো আর্দ্রতার কারণে গরম যেন আরও বেশি অনুভূত হয়।


আজ সকাল ৬টায় রাজধানীর তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৮ শতাংশ, যা দিনের শুরুতেই জানান দেয় চরম অস্বস্তির।


গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, আর আজকের সর্বনিম্ন তাপমাত্রা দাঁড়িয়েছে ২৬ ডিগ্রি সেলসিয়াসে। গত ২৪ ঘণ্টায় ঢাকায় এক ফোঁটাও বৃষ্টি হয়নি, মেঘ থাকলেও সে ছিল নিতান্ত দর্শক, শীতলতা ছড়ানোর মতো মন নেই তার।


আবহাওয়া অফিস বলছে, সারাদেশের পূর্বাভাসও ঢাকার মতোই নিরুত্তাপ। আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগের দু-একটি জায়গায় হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। তবে দেশের অন্যসব এলাকায় আকাশ থাকবে আংশিক মেঘলা, আর আবহাওয়া প্রধানত থাকবে শুষ্ক।


দিন ও রাতের তাপমাত্রা বড় কোনো পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে না পূর্বাভাস। একইরকম উষ্ণতা ও ক্লান্তিকর ভ্যাপসা ভাব নিয়ে চলবে আরও কিছুদিন।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com