
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।
শনিবার (২৪ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে বিজয়নগর উপজেলার কাশেমপুরে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মালিকবিহীন অবস্থায় ভারতীয় মদ-১৬৬ বোতল আটক করতে সক্ষম হয়। আটককৃত ভারতীয় মদের সর্বমোট সিজার মূল্য- ২ লাখ ৪৯ হাজার টাকা।
এছাড়াও, রবিবার (২৫ জানুয়ারি) দুপুর ১২টা ১৫ মিনিটের দিকে আখাউড়া উপজেলার আজমপুর মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ইস্কফ-৯৮ বোতল আটক করতে সক্ষম হয়। আটককৃত ইস্কফ এর সর্বমোট সিজার মূল্য- ৩৯ হাজার ২০০ টাকা।
উল্লেখ্য, সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) ২,৮৮,২০০ টাকা মূল্যের ভারতীয় মদ এবং ইস্কফ আটক করা হয়েছে।
ঊর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর দায়িত্বপূর্ণ ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর ও আখাউড়া এবং হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোত্তকভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে চোরাচালানি মালামাল জব্দ করা হয়।
বিবার্তা/নিয়ামুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]