নরসিংদীতে ঘুমন্ত যুবককে পুড়িয়ে হত্যার অভিযোগ
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৬, ০০:০৭
নরসিংদীতে ঘুমন্ত যুবককে পুড়িয়ে হত্যার অভিযোগ
নরসিংদী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নরসিংদীতে চঞ্চল ভৌমিক নামে এক সনাতন ধর্মের যুবককে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত যুবক একটি ওয়ার্কশপে চাকরি করতেন। এ ঘটনায় রবিবার (২৫ জানুয়ারি) দুপুরে নরসিংদী মডেল থানায় মামলা রুজু হয়েছে। ওয়ার্কশপের মালিক মো. রুবেল মিয়া বাদি হয়ে মামলাটি দায়ের করেন।


গত ২৩ জানুয়ারি গভীর রাতে নরসিংদী শহরের পুলিশ লাইন এলাকার দগরিয়ায় খাঁবাড়ী মসজিদ মার্কেটের একটি ওয়ার্কশপের কর্মী চঞ্চল চন্দ্র ভৌমিক (২৩) কে নির্মমভাবে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগ ওঠে।


নিহত চঞ্চল চন্দ্র ভৌমিক কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর গ্রামের খোকন চন্দ্র ভৌমিকের ছেলে। তিনি নরসিংদী পুলিশ লাইন্স এলাকার খাঁবাড়ী মসজিদ মার্কেটের একটি গাড়ি ওয়ার্কশপে কাজ করতেন।


পুলিশ ও স্থানীয়রা জানায়, প্রতিদিনের মত শুক্রবার রাতেও কাজ শেষে একটি মেছ থেকে খাবার খেয়ে এসে দোকানের ভেতরেই ঘুমিয়ে পড়েন চঞ্চল। গভীর রাতে দুর্বৃত্তরা দোকানের শাটারের নিচে আগুন লাগিয়ে দেয়। ভেতরে পেট্রল-মবিল থাকায় মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে ভেতরে। এতে পুড়ে অঙ্গার হন চঞ্চল। সিসিটিভি ফুটেজে দেখা যায়, একজন লোক উদ্দেশ্য প্রণোদিতভাবে দোকানের শাটারে আগুন দিচ্ছে।


এ ব্যাপারে দোকান মালিক মো. রুবেল মিয়ার মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।


নরসিংদী সদর হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার ডা. গুলশানা কবির বলেন, একজনকে অঙ্গার অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর এম আল মামুন বলেন, আমরা খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছি। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। অপরাধীদের শনাক্ত করতে পুলিশের একাধিক টিম কাজ করছে।


বিবার্তা/কামাল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com