ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ১০
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৬, ২২:৩৪
ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ১০
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ময়মনসিংহের ভালুকায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে বেশ কয়েকটি যানবাহন ভাঙচুরের পাশাপাশি ভালুকা পৌর সদরে অবস্থিত বিএনপির একটি দলীয় কার্যালয়ে ব্যাপক ভাঙচুর চালানো হয়।


রোববার (২৫ জানুয়ারি) সন্ধ্যার দিকে ভালুকা পৌরসদর এলাকায় এ ঘটনা ঘটে। সংঘর্ষের পর এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।


প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে দুই পক্ষের সমর্থকদের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। এ সময় লাঠিসোঁটা ব্যবহার করা হয় এবং কয়েকটি যানবাহন ভাঙচুর করা হয়। সংঘর্ষের এক পর্যায়ে বিএনপির দলীয় কার্যালিতে হামলা চালিয়ে আসবাবপত্র ভাঙচুর করা হয়।


সংঘর্ষে আহতদের মধ্যে কয়েকজনকে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।


খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ভালুকা পৌরসদর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


এ বিষয়ে ভালুকা থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। সংঘর্ষের ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।


বিবার্তা/সাজ্জাদুল/এমবি


সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com