শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ নেশাজাতীয় পণ্য জব্দ
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৬, ১৫:৫৫
শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ নেশাজাতীয় পণ্য জব্দ
চাঁপাই নবাবগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নেশাজাতীয় পণ্য জব্দ করেছে বিজিবি।


রবিবার (২৫ জানুয়ারি) সকাল ৫টার দিকে জেলার শিবগঞ্জ থানাধীন শাহবাজপুর ইউনিয়নের একটি আম বাগান থেকে৩৪৯০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট (Tensiwin) এবং ৪৮ বোতল ফেন্সিডিল এর বিকল্প ভারতীয় নেশাজাতীয় Eskuf DX সিরাপ আটক করতে সক্ষম হয় বিজিবি। এ সময় চোরাকারবারীরা মালামাল ফেলে পালিয়ে গেলে এর সাথে জড়িত কাউকে আটক করা যায়নি।


আটক নেশাজাতীয় ট্যাবলেটগুলোর বিষয়ে বিজিবি’র পক্ষ হতে আইনি প্রক্রিয়ার কাজ চলমান।


প্রসঙ্গত, এই ব্যাটালিয়ন বিগত ২ মাসে সীমান্তে অভিযান চালিয়ে এ যাবৎ ২২০০ বোতল ফেন্সিডিল এর বিকল্প কয়েক ধরনের নেশাজাতীয় সিরাপ এবং ২৬৩০০ পিস নেশাজাতীয় ট্যাবলেট আটক করেছে।


এ ব্যাপারে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, জাতির বৃহত্তর স্বার্থে সকল প্রকার মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবি’র সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত থাকবে।


বিবার্তা/মোস্তাফিজুর/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com