
কুমিল্লা অঞ্চলের টেকসই কৃষি প্রযুক্তি সম্প্রসারণের লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ায় অরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ জানুয়ারি) ব্রাহ্মণবাড়িয়া পৌর কমিউনিটি সেন্টারে দিনব্যাপী এই কর্মশালার আয়োজন করা হয়।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লা অঞ্চলের অতিরিক্ত পরিচালক আজিজুর রহমানের সভাপতিত্বে, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ব্যবস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক আব্দুর রহিম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, ব্রাহ্মণবাড়িয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ ডক্টর মোস্তফা এমরান হোসেন।
কর্মশালায় জানানো হয়, কৃষির আধুনিকায়নে এই পর্যন্ত ৩০ ধরনের প্রযুক্তি ছড়িয়ে দেয়া হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে কৃষি ও কৃষকের সমস্যা সমাধানের বিভিন্ন বিষয় তুলে ধরা হয়। মাটি, আবহাওয়া, আধুনিক চাষাবাদ, উদ্যোক্তা তৈরি এবং মহিলাদের কর্মসংস্থান তৈরির বিষয় নিয়ে আলোচনা হয়।
কর্মশালায় উপজেলা কৃষি কর্মকর্তা ছাড়াও কৃষক-কৃষানি, কৃষি উদ্যোক্তাসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করে।
উল্লেখ্য কুমিল্লা, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়ার ৪০ টি উপজেলায় এই প্রকল্পের কাজ চলমান রয়েছে।
বিবার্তা/নিয়ামুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]