
শেরপুরে ১ হাজার ৩০১ বোতল ভারতীয় মদসহ তিন মাদক কারবারিকে আটক করেছে জামালপুর র্যাব। এ সময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি ট্রাকও জব্দ করা হয়।
শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে জামালপুর র্যাব-১৪ সিপিসি-১ কার্যালয়ে সংবাদ সম্মেলনে কোম্পানি কমান্ডার মেজর আসিফ আল রাজেক এ তথ্য জানিয়েছেন।
এর আগে, শুক্রবার দিবাগত রাতে জামালপুর-শেরপুর মহাসড়কের নন্দীর বাজার এলাকায় চেকপোস্ট বসিয়ে এসব মাদক আটক করে র্যাব।
আটককৃতরা হলেন- মিনাল মিয়া, রিয়াদ হাসেন ও নুরুল ইসলাম। আটক আসামিদের বাড়ি শেরপুরের ঝিনাইগাতি উপজেলার থানা রোড এলাকায়।
র্যাব কর্মকর্তা মেজর আসিফ আল রাজেক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী এলাকা হতে ভারতীয় মদ নিয়ে একটি ট্রাক জামালপুরের দিকে আসছে। ওই সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে জামালপুর-শেরপুর মহাসড়কের নন্দীর বাজার এলাকায় চেকপোস্ট বসানো হয়।
এসময় ট্রাকে পরিবহনকৃত ৫০টি পাটের বস্তায় ১ হাজার ৩০১ বোতল ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মদ, নগদ টাকা এবং ট্রাকটি জব্দ করা হয়। জব্দকৃত মাদকের আনুমানিক মূল্য ৭০ লাখ টাকা হবে।
তিনি আরও বলেন, এ সময় মাদক পরিবহনে জড়িত মিনাল মিয়া, রিয়াদ হাসেন ও নুরুল ইসলাম নামে তিনজনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
বিবার্তা/মনির/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]