
সেবা নিন, সুস্থ থাকুন এই প্রতিবাদ্যে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে প্রাথমিক স্বাস্থ্য শিক্ষা ও সেবা কার্যক্রম (PHE&SC) শুভ উদ্ধোধন করা হয়েছে।
শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে উপজেলার সোনারগাঁ টিএমএসএসের কার্যালয়ে টিএমএসএস এনজিও এর উদ্যোগে স্বাস্থ্য শিক্ষা ও ক্ষুদ্র ঋণের কর্মীদের উপস্থিতিতে প্রাথমিক স্বাস্থ্য শিক্ষা ও সেবা কার্যক্রমের উদ্ধোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
টিএমএসএস এর নারায়ণগঞ্জ জোনের প্রধান জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্যারিস্টার রাবিয়া ভূইয়া মডেল স্কুল এন্ড কলেজ প্রধান শিক্ষক ইকরাম হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টিএমএসএস উপ-পরিচালক (PHE&SP) সাজ্জাদ হোসেন, টিএমএসএস উপ-পরিচালক (HEM, OP-2) ফায়জুল হক।
এসময় উপস্থিত ছিলেন, টিএমএসএস সোনারগাঁ শাখার ব্যবস্থাপক এমদাদুল হক, রিজিওনাল প্রধান সাখাওয়াত উল্লাহ, রিজিওনাল হেলথ অফিসার মঞ্জুরুল ইসলাম প্রমুখ।
এই সেবার আওতায় ৩০০ টাকার একটি সেবা কার্ড গ্রহণ করে মাত্র ১০ টাকা ফি প্রদান করলেই সাধারণ মানুষ এসব চিকিৎসা সুবিধা গ্রহণ করতে পারবেন। এছাড়া জটিল ও কঠিন রোগের ক্ষেত্রে এমবিবিএস চিকিৎসকের মাধ্যমে চিকিৎসা, স্বল্পমূল্যে অপারেশনসহ উন্নত চিকিৎসাসেবা প্রদানের আশ্বাস দেওয়া হয়।
টিএমএসএসের এই কর্মসূচির আওতায় প্রাথমিক স্বাস্থ্যসেবা, স্বাস্থ্য ও স্যানিটেশন বিষয়ক শিক্ষা, মা ও শিশু স্বাস্থ্যসেবা, প্রসূতি ও প্রবীণদের চিকিৎসা, নিরাপদ সন্তান প্রসবে উদ্বুদ্ধকরণসহ নানা কার্যক্রম পরিচালিত হবে। পাশাপাশি এই কার্ডের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসাসেবা এবং স্বল্পমূল্যে বিভিন্ন রোগ নির্ণয় পরীক্ষার ব্যবস্থাও রাখা হয়েছে।
আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ ফিতা কেটে টিএমএসএসের প্রাথমিক স্বাস্থ্য-শিক্ষা ও সেবা কার্যক্রমের শাখা কার্যালয়ের উদ্বোধন করেন।
বিবার্তা/ইমরান/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]