
সাভার পৌর কমিউনিটি সেন্টারে নারী ও শিশুকে পুড়িয়ে হত্যাসহ পাঁচজনকে হত্যার ঘটনায় সম্রাট নামের মানুষিক ভারসাম্যহীন এক যুবককে আটক করা হয়েছে। পুলিশ বলছে, সে ভবঘুরে হলেও ‘সিরিয়াল কিলার’। মানুষ হত্যা করা তার পেশা ছিলো।
রবিবার (১৮ জানুয়ারি) রাতে সাভার থানার সামনে থেকে তাকে আটক করা হয়।
পৌর কমিউনিটি সেন্টারে গত ছয় মাসে পাঁচ জনকে তিনি হত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ।
আটক সম্রাট ভবঘুরে, তিনি এই ভবনেই রাতে থাকতেন। তিনি প্রতিদিন সাভার মডেল থানার সামনে সকাল থেকে রাত পর্যন্ত হাঁটাহাঁটি করতেন। সিরিয়াল এই কিলারকে আটক করায় স্থানীয়দের মাঝে সন্তোষ প্রকাশ করেছেন।
সিসি টিভির ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করে তাকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন সাভার মডেল থানার ওসি আরমান আলী।
তিনি বলেন, সম্রাট সাভার থানার আশপাশে বেশ কয়েক বছর ধরে ঘোরাফেরা করেন।
সে ভবঘুরে হলেও ‘সিরিয়াল কিলার’। মানুষ হত্যা করা তার পেশা ছিলো।
প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল দুপুরে সাভার থানার কিছুটা দুরে অবস্থিত পরিত্যক্ত সাভার পৌর কমিউনিটি সেন্টারের দোতলার একটি কক্ষে নারীসহ দুই জনের পোড়া লাশ দেখতে পায় স্থানীয়রা।
পরে সাভার মডেল থানা পুলিশকে খবর দিলে পুলিশের সিআইডির ফরেনসিক টিমের সদস্যরা এসে আলামত সংগ্রহের পর পুলিশ লাশ দুটো উদ্ধার করে মর্গে প্রেরণ করে। সাভার সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের সামনে এই কমিউনিটি সেন্টারটি বৈষম্যবিরোধী আন্দোলনে পুড়িয়ে দেওয়া হয়। তারপর থেকে ভবনটি পরিত্যক্ত।
এ নিয়ে গত ছয় মাসে দুই তলা এই ভবনটি থেকে উদ্ধার করা হলো পাঁচটি লাশ। তবে কোনো লাশেরই পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ।
এর আগে গত বছরের ১৯ ডিসেম্বর দুপুরে পরিত্যক্ত এই ভবনের দ্বিতীয় তলার টয়লেটের ভেতর থেকে মরদেহ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ।
১১ অক্টোবর রাতে উদ্ধার করা হয় অজ্ঞাত (৩০) এক নারীর অর্ধনগ্ন গলিত মরদেহ।
এছাড়া ২৯ আগস্ট রাতে একই স্থান থেকে হাত-পা বাঁধা অজ্ঞাত এক যুবকের অর্ধ গলিত মরদেহ উদ্ধার করা হয়েছিল। এদিকে সেখানে একের পর এক হত্যাকাণ্ডের ঘটনায় গত কয়েকদিন আগে প্রশাসনের পক্ষ থেকে সেখানে চারদিকে সিসি টিভি ক্যামেরা বসানো হয়। পরে সেই সিসি টিভির ক্যামেরায় হত্যাকারীকে দ্রুততম সময়ে দেখে আটক করলো পুলিশ।
বিবার্তা/শরিফুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]