
চুয়াডাঙ্গার দর্শনায় মটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে রাকিবুল ইসলাম (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত রাকিবুল দর্শনা থানাধীন আকন্দবাড়িয়া গ্রামের আকছেদ আলীর ছেলে।
বুধবার (১৪ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে একই গ্রামের স্টার ইটভাটার নিকট এ ঘটনা ঘটে।
নিহতের পারিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাতে রাকিবুল ইসলাম মোটরসাইকেল যোগে দর্শনা শহর থেকে নিজ বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে আকন্দবাড়িয়া স্টার ইটভাটার নিকট পৌঁছলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সাথে ধাক্কা লেগে পাকা রাস্তার উপরে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নিহতের বাবা আকছেদ আলী জানান, তার ছেলে রাকিবুল ইসলাম মোটরসাইকেল করে তার এক নিকট আত্মীয় কে নিয়ে দর্শনা হল্ট রেলস্টেশনে যায়। এরপর তাকে স্টেশনে নামিয়ে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে স্টার ইটভাটার নিকট গাছের সাথে ধাক্কা লেগে মারা যান।
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান, ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিবার্তা/আসিম/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]