দৌলতপুর সীমান্তে ৪ লাখ টাকার ভারতীয় পণ্য ও মাদকসহ আটক ২
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৬, ১৬:২২
দৌলতপুর সীমান্তে ৪ লাখ টাকার ভারতীয় পণ্য ও মাদকসহ আটক ২
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ৪ লক্ষাধিক টাকার মাদক ও মাদকদ্রব্যসহ ২ চোরাকারবারী আটক হয়েছে।


বুধবার (১৪ জানুয়ারি) বেলা ১১টার দিকে এ তথ্য জানিয়েছে বিজিবি।


বিজিবি সূত্র জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২ কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধীনস্থ প্রাগপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার ডাংমড়কা বাজারে প্রাগপুর বিওপির টহল দল অভিযান চালায়। এসময় মাদক চোরাকারবারী মো. আসাদুজ্জামান সোহেল (৪৩) ও মো. আশিকুল (২৫) কে ভারতীয় ৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক করা হয়। আটক মাদক চোরাকারবারীরা উপজেলার ডাংমড়কা বাজার এলাকার মৃত আব্দুল হান্নান ও গরুড়া ছমাদীপাড়া গ্রামের মো. আলমগীর হোসেনের ছেলে।


অপরদিকে একইদিন রাত ১০টার দিকে কাজিপুর বিওপির দায়িত্বপূর্ণ কাজিপুর বর্ডারপাড়া মাঠে কাজিপুর বিওপির টহল দল অভিযান পরিচালনা করে মালিকবিহীন ভারতীয় ২৩ বোতল মদ ও ১০৩০ পিস সিলডিনাফিল ট্যাবলেট উদ্ধার করে।


এছাড়াও আজ বুধবার সকাল সাড়ে ৮ টায় কাজিপুরি বিওপির দায়িত্বপূর্ণ এলাকার কাজিপুর বর্ডারপাড়ায় কাজিপুর বিওপির টহল দল অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৪৮ কেজি জিরা ও ১টি বাইসাইকেল উদ্ধার করে।


বিজিবি’র পৃথক অভিযানে উদ্ধার হওয়া মাদক ও মাদকদ্রব্যের সিজার মূল্য ৪ লাখ ২ হাজার ২০০ টাকা বলে বিজিবি সূত্র জানিয়েছে। পরবর্তীতে মামলা দায়ের করে মাদকসহ আটক আসামীদের দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে এবং মালিকবিহীন অবস্থায় উদ্ধার হওয়া মাদকদ্রব্য ব্যাটালিয়ন সিজার ষ্টোরে ও চোরাচালানী পণ্য কাস্টমে জমা করা হয়েছে।


বিজিবি আরও জানায়, সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণে এবং মাদক পাচারসহ সকল প্রকার চোরাচালান ও অবৈধ কার্যক্রম প্রতিরোধে দৃঢ় অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অপরাধ নির্মূলে বিজিবির কঠোর ও কার্যকর অভিযান অব্যাহত থাকবে।


বিবার্তা/শরীফুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com