
রাজশাহীর আড়ানী স্টেশন এলাকায় ঢাকাগামী ধুমকেতু এক্সপ্রেস ট্রেনের একটি বগিতে আগুনের ঘটনা ঘটছে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
সোমবার (১২ জানুয়ারি) দিবাগত রাত ১২টা ২০ মিনিটে বাঘা উপজেলার আড়ানী স্টেশন এলাকায় এই ঘটনা ঘটে। আগুনে কোনো যাত্রী আহত হয়নি, তবে ট্রেনের ‘ছ’ বগির চাকার কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, ধুমকেতু এক্সপ্রেস ট্রেনটি রাজশাহী স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে রাত ১১টা ৪০ মিনিটে ছেড়ে যায়। পথে আড়ানী স্টেশনে রেলওয়ে কর্মী ও যাত্রীরা আগুন লক্ষ্য করে লোকোমাস্টারকে খবর দেন। লোকোমাস্টার ট্রেনটি থামিয়ে দেন এবং ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। পরবর্তী পদক্ষেপে রাত ১টার দিকে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে পুনরায় ছেড়ে যায়।
বাঘা ফায়ার সার্ভিসের ডিউটিম্যান মো. রহমত বলেন, “ছ বগিটির চাকা আটকে গিয়ে আগুনের সূত্রপাত হয়। তবে আগুন ভেতরে ছড়ায়নি। আমাদের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসে।
বিবার্তা/মোস্তাফিজুর/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]