
গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর উদ্যোগে এতিম শিশুদের মাঝে শীতবস্ত্র, খাদ্য ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
রবিবার (১১ জানুয়ারি) বিকাল ৪টায় উপজেলার কামদিয়া ইউনিয়নের কাঁচের চড়া নূরানী হাফেজী ক্বওমী মাদরাসা ও এতিমখানায় এ মানবিক কর্মসূচির আয়োজন করা হয়।
গাইবান্ধা জেলা পুনাকের সভাপতি ইসরাত জাহান বীথির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার (এসপি) জসিম উদ্দিন।
এসময় জেলা পুনাকের সাধারণ সম্পাদিকা কাজরিমা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শরীফ আল রাজীব, জেলা পুলিশের অপরাধ শাখার ইনচার্জ আলম মুন্সি, গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ মোজাম্মেল হক, পুলিশ পরিদর্শক (তদন্ত) পবিত্র কুমার, বৈরাগীর হাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আইসি) লাইছুর রহমান, সেকেন্ড অফিসার (এসআই) সেলিম রেজাসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
শীতবস্ত্র পেয়ে উপকারভোগীরা পুনাক ও জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বিবার্তা/নূর আলম/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]