
দিনাজপুরের হাকিমপুর হিলিতে অবস্থিত উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী দ্বীনি ইসলামি শিক্ষা প্রতিষ্ঠান আল-জামিয়াতুল ইসলামিয়া আল-আজিজিয়া আনওয়ারুল উলুম কওমি মাদ্রাসায় খতমে বুখারী ২০২৬ ও দাওরায়ে হাদিস (মাস্টার্স) সমাপনী অনুষ্ঠান ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১১ জানুয়ারি) বিকেল ৪টা সন্ধ্যা আখেরী মুনাজাত পর্যন্ত অত্র মাদ্রাসা প্রাঙ্গণে মনোরম পরিবেশে সুশৃঙ্খল ভাবে খতমে বুখারী অনুষ্ঠান ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত মুফতি আরশাদ রহমানী(দা.বা.)।
আরও উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার নায়েবে মুহতামিম মাওলানা আব্দুল ওয়াহাব, মাদ্রাসার শাইখুল হাদিস মাওলানা তৈয়ব উদ্দিন, মওলানা মহিউদ্দিন, মাদ্রাসার প্রধান মুফতি মাওলানা আব্দুল মতিন এবং মুফতি নুরুল করিম কাসেমী সহ আরও অনেকে।
মাদ্রাসার নায়েবে মুহতামিম আব্দুল ওয়াহাব উদ্দিন বলেন, প্রতিবছরের ন্যায় এ বছরও ঐতিহ্যবাহী এ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান থেকে দাওরায়ে হাদিস (মাস্টার্স) সমাপনী অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। এবছর মাদ্রাসাটি থেকে মোট ৪৮ জন শিক্ষার্থী সফলভাবে দাওরায়ে হাদিস সম্পন্ন করেন। অনুষ্ঠানে ছাত্রদের সম্মানি পাগড়ি পরিচয় দেওয়া হয়।
অনুষ্ঠানে দেশবরেণ্য ওলামায়ে কেরাম, হিলি ব্যবসায়ী, গণমাধ্যম কর্মী, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত দেখে সবার মন জুড়িয়ে যায়। অনুষ্ঠানে খতমে বুখারী পাঠ, নসিহতমূলক বক্তব্য ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন প্রধান অতিথি মুফতি আরশাদ রহমান (দ,বা,)।
দাওরায়ে হাদিস সম্পন্নকারী শিক্ষার্থীদের ওলায়েকেরাম বলেন, তোমরা দেশ-বিদেশে যেখানেই দ্বীনের খেদমতে নিয়োজিত থাকো না কেন, তোমরা কুরআন-সুন্নাহর আলোকে মানবতার কল্যাণে কাজ করে যাবে এবং ঈমান ও আমলের ওপর অটল থাকবে। অন্যায় বা অপশক্তির নিকট মাথা নিচু করা যাবে না।
নসিহত শেষে দাওরায়ে হাদিস সম্পন্নকারী শিক্ষার্থী, দেশ জাতি ও উপস্থিত সকলের জন্য বিশেষ দোয়া করা হয়।
দ্বীনের খেদমতে নিয়োজিত থেকে সমাজ ও জাতির কল্যাণে ভূমিকা রাখাই এ শিক্ষার মূল লক্ষ্য বলে আশাবাদী আয়োজকেরা। সহপাঠীদের বিদায়ে মাদ্রাসা অল্প সময়ের জন্য হলেও এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। যা স্মৃতি হয়ে থাকবে সবার মনে।
বিবার্তা/রব্বানী/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]