
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বিজিবি।
শনিবার (১০ জানুয়ারি) দুপুর ১২টায় কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর উদ্যোগে ক্রোফোর্টনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপস্থিত কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। একই সময় স্থানীয় দরিদ্র ও দুস্থ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল রাশেদ কামাল রনি উপস্থিত কোমলমতি শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ বই, খাতা, পেন্সিলসহ বিভিন্ন শিক্ষা সহায়ক সামগ্রী তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন, কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর সহকারী পরিচালক মো. জাকিরুল ইসলাম ও মহিষকুন্ডি কোম্পানি কমান্ডার সুবেদার মিজান। ২৫০ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ এবং ২০০ শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।
শিক্ষা উপকরণ বিতরণকালে ৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল রাশেদ কামাল রনি বলেন, সীমান্ত রক্ষার পবিত্র দায়িত্ব পালনের পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশ সর্বদা আর্তমানবতার সেবায় নিয়োজিত। হাড়কাঁপানো শীতে অসহায় মানুষের কষ্ট লাঘব করা এবং শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করতেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।
বিজিবি’র পক্ষ থেকে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।
উল্লেখ্য, কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) নিয়মিতভাবে সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ, মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আসছে।
বিবার্তা/শরীফুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]