
খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা মোতালেব শিকদার গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় চুয়াডাঙ্গার বিভিন্ন সীমান্ত এলাকায় বাড়তি নজরদারি শুরু করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (২২ ডিসেম্বর) দুপুর গণমাধ্যমে পাঠানো চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল নাজমুল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার (২২ ডিসেম্বর) সকাল আনুমানিক ১১টা ৪৫ মিনিটে খুলনা নগরীর সোনাডাঙ্গা এলাকায় দুর্বৃত্তরা মোতালেব শিকদারের মাথা লক্ষ্য করে গুলি চালায়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, তার অবস্থা আশঙ্কাজনক। পরবর্তীতে চিকিৎসকদের পরামর্শে উন্নত পরীক্ষার জন্য তাকে শেখপাড়া সিটি ইমেজিং সেন্টারে মাথার সিটি স্ক্যান করানো হয়।
এ ঘটনার প্রেক্ষিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর আওতাধীন সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। মেইন পিলার ৭৫/৩-এস থেকে ১৩১/৮-আর পর্যন্ত প্রায় ১১৩ কিলোমিটার সীমান্তজুড়ে ব্যাপক তল্লাশি ও নজরদারি কার্যক্রম চালানো হচ্ছে।
সীমান্তের ঝুঁকিপূর্ণ ও গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে টহল জোরদার করা হয়েছে, বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি এবং মোতায়েন করা হয়েছে অতিরিক্ত বিজিবি সদস্য। যেসব এলাকায় কাঁটাতারের বেড়া নেই, সেসব সীমান্ত কার্যত সিলগালা করা হয়েছে।
বিবার্তা/আসিম/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]