
"দক্ষতা নিয়ে যাবো বিদেশ রেমিট্যান্স দিয়ে গড়বো স্বদেশ" এই প্রতিপাদ্য নিয়ে মাগুরার শালিখায় র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত আজ বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তন থেকে একটি র্যালি বের হয়৷ র্যালিটি উপজেলা সদর আড়পাড়া বাজার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ বনি আমিন৷ বক্তব্য রাখেন, প্রাণি সম্পদ কর্মকর্তা শাহারিন সুলতানা, ওসি তদন্ত, মোতালেব হোসেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা অঞ্জনা রানী ঘোষ,যুবউন্নয়ন কর্মকর্তা মেজবা উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আনিসুর রহমান মিল্টন, উপজেলা জামায়াতের সহসেক্রেটারী মোঃ নায়েব আলী বিশ্বাস,উপজেলা সিএনআরএস ম্যানেজার মোঃ শরিফুল ইসলাম,শালিখা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শহিদুজ্জামান চাঁদ প্রমূখ৷
বিবার্তা/মনিরুল/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]