মহান বিজয় দিবসে এনসিপির বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৫, ২১:৪১
মহান বিজয় দিবসে এনসিপির বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

মহান বিজয় দিবস উপলক্ষে এনসিপির পক্ষ থেকে একটি বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। ফরিদপুর জেলা এনসিপির আহবায়ক ও ফরিদপুর ১ আসনের এনসিপির মনোনয়ন প্রত্যাশী মো. হাসিবুর রহমান (অপু ঠাকুর) শোভাযাত্রাটির নেতৃত্বে দেন। শোভাযাত্রায় ফরিদপুর জেলা এনসিপির সদস্য সচিব সাইফ হাসান খান সাকিবসহ নেতাকর্মীরা অংশ নেন।


মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেলে বোয়ালমারী রেলস্টেশন থেকে শোভাযাত্রাটি যাত্রা শুরু করে মধুখালী ও আলফাডাঙ্গা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বোয়ালমারী রেলষ্টেশনে এসে শেষ হয়। স্বাধীনতার চেতনা ধারণ করে বিজয়ের এই দিনে শোভাযাত্রায় কয়েকশ মোটরসাইকেলে অংশ নেয় দলীয় নেতাকর্মী ও সমর্থকরা। জাতীয় পতাকা, ব্যানার ও স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।


শোভাযাত্রাটি আলফাডাঙ্গা, বোয়ালমারী ও মধুখালীর গুরুত্বপূর্ণ বাজারে পৌঁছালে গুরুত্বপূর্ণ পয়েন্টে তাৎক্ষণিকভাবে পথসভায় রূপ নেয়। পথসভায় সংক্ষিপ্ত বক্তব্যে মো. হাসিবুর রহমান (অপু ঠাকুর) বিজয়ের শুভেচ্ছা জানিয়ে বলেন , মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীনতা আমাদের আত্মপরিচয়ের ভিত্তি। এই বিজয়ের চেতনা ধারণ করেই একটি ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক ও উন্নত বাংলাদেশ গড়ে তুলতে হবে।


তিনি বলেন, ফরিদপুর-১ আসনের আলফাডাঙ্গা, বোয়ালমারী ও মধুখালী উপজেলায় উন্নয়নের নামে বহু প্রতিশ্রুতি দেওয়া হলেও শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের বাস্তব অগ্রগতি খুবই সীমিত। এখনও বহু গ্রামীণ সড়ক কাঁচা, মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠানের অভাব রয়েছে এবং তরুণ সমাজ কর্মসংস্থানের সুযোগ না পেয়ে হতাশ হচ্ছে। এই অবস্থার পরিবর্তনে তিনি মানুষের পাশে থেকে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।


তিনি আরও বলেন, উন্নয়ন শুধু অবকাঠামো নয়, মানুষের জীবনমানের উন্নয়নই প্রকৃত উন্নয়ন। শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন, কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে যুবকদের দক্ষ করে গড়ে তোলা এবং স্থানীয় পর্যায়ে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাই তার রাজনীতির মূল লক্ষ্য। মহান বিজয় দিবসে তিনি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশ ও এলাকার উন্নয়নে কাজ করার আহবান জানান।


বিবার্তা/মিলু/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com