
আজ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। ১৯৭১ সালে দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের বিনিময়ে আজকের এই দিন বিজয় অর্জন বীর মুক্তিযোদ্ধারা।
বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা নিবেদন ও বীর মুক্তিযোদ্ধাদের সম্মান জানাতে দিনাজপুরের হাকিমপুর হিলি উপজেলা প্রশাসন দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে এবং যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে।
দিবসের প্রথম প্রহরে উপজেলা পরিষদ চত্বরে ৩১ বার তপদ্ধনি শেষে স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে বিজয় দিবসের কর্মসূচি শুরু হয়।
নানা আয়োজনের মধ্য দিয়ে দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলিতে মহান বিজয় দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে হাকিমপুর উপজেলা চত্বরে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে ৩১ বার তোপধ্বনীর মাধ্যমে দিবসটির শুভ সূচনা করা হয়।
সূর্য উদয়ের আগে থেকে সর্বস্তরের মানুষ স্মৃতিসৌধে সমবেত হতে থাকেন। প্রথমে শ্রদ্ধা নিবেদন করেন হাকিমপুর উপজেলা প্রশাসন, পৌর প্রাসন, পুলিশ প্রশাসন
বিএনপি ও অঙ্গ সংগঠন হিলি প্রেসক্লাব, বাংলাহিলি সি এন্ড এফ এজেন্ট এসোসিয়েশন,পানামা পোর্ট লিংক লিঃ, হিলি আমদানি রফতানি কারক, স্বাস্থ্য কমপ্লেক্স, স্কাউটস সহ বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক, ও সামাজিক সংগঠন এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে সেখানে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্বরণে বিশেষ দোয়া করা হয়।
ওই দিন সকাল সাড়ে আটটায় হাকিমপুর সরকারি ডিগ্রি কলেজ মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে পবিত্র কোরআন তেলোয়াত, গীতা ও বাইবেল পাঠ শেষে জাতীয় সংগীত পরিবেশনের আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তলন করেন উপজেলা নির্বাহী অফিসার অশোক বিক্রম চাকমা, থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ জাকির হোসেন। এরপর মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার অশোক বিক্রম চাকমা বানী পাঠ করেন। তারপরে, পুলিশ বাহিনী, আনসার, গ্রাম পুলিশ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে অংশ গ্রহণ শিক্ষার্থীদের কুচকাওয়াজ প্রস্তুতি ঘুরে দেখেন উপজেলা নির্বাহী অফিসার ও অফিসার ইনচার্জ ওসি।
পরে উপস্থিত জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং সম্মাননা পুরস্কার দেওয়া হয়। কিছু পরে শুরু হয় শিক্ষার্থীদের ডিসপ্লে। যা উপস্থিত দর্শনার্থীদের মন কেড়ে নেয়। দুপুর পর্যন্ত চলে বিভিন্ন খেলাধুলা ও পুরস্কার বিতরণ। বিকেলে সরকারি কলেজ মাঠে মনোরম পরিবেশে উপজেলা প্রশাসন বনাম পৌর প্রশাসক এর মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ খেলায় সরকারি কর্মকর্তা, কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ পুলিশ, সাংবাদিক, শিক্ষক ও সাধারণ মানুষ। পরে সবাইকে সান্ত্বনা পুরস্কার তুলে দেওয়া হয়।
সন্ধ্যা পরে উপজেলা পরিষদ চত্বরে আয়োজন করা হয়েছে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ।
দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে উপস্থিত ছিলেন, হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক অশোক বিক্রম চাকমা, সহকারী কমিশনার ভূমি মোঃ সাব্বির হোসেন, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা বৃন্দ, হাকিমপুর ও ঘোড়াঘাট সার্কেল এএসপি অ ন ম নিয়ামত উল্লাহ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ জাকির হোসেন, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার জয়নাল আবেদীন, সাবেক কমান্ডার লিয়াকত আলী, বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম সহ ৩১ জন বীর মুক্তিযোদ্ধা, উপজেলা বিএনপির সভাপতি মোঃ ফেরদৌস রহমান, সম্পাদক মোঃ সাখাওয়াত হোসেন শিল্পী সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, উপজেলা জামায়াতের আমীর মোঃ আমিনুল ইসলাম, সেক্রেটারি মোঃ জাহিদুল ইসলাম সহ জামায়াতের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, হিলি প্রেসক্লাবের সভাপতি মোঃ গোলাম রব্বানী, সাধারণ সম্পাদক ছামিউল ইসলাম আরিফ, হাকিমপুর সরকারি কলেজের প্রতিনিধি প্রভাষক নাসিমা বেগম, হাকিমপুর মহিলা কলেজর অধ্যক্ষ মামুনুর রশীদ আজাদ, খট্রামাধবপাড়া ইউপি চেয়ারম্যান মোঃ কাওসার রহমান, বোয়ালদাড় ইউপির প্যানেল চেয়ারম্যান মোঃ নাজিমুল হক, আলিহাট ইউপির প্যানেল চেয়ারম্যান মোঃ ইমরান আলী, প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক নওশাদ আলী, আতিয়ার রহমান, উপজেলা স্কাউটস সাধারণ সম্পাদক আবতাবুজ্জামান তাজ সহ আরও অনেকে।
বিবার্তা/রব্বানী/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]