
রাজবাড়ীর পাংশায় ব্যাটারি চালিত ভ্যানের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় মেহেদী হাসান নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় রাজ্জাক নামে আরও একজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ১০টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পাংশা উপজেলার হেনা মোড় নামক স্থানে এ ঘটনা ঘটে।
নিহত মেহদী হাসান পাংশা উপজেলার বাবুপাড়া গ্রামের মিরাজ হোসেনের ছেলে। আহত আব্দুর রাজ্জাক উপজেলার চরঝিকড়ী গ্রামের হাবিবুর রহমানের ছেলে তিনিও ব্রিটিশ টোবাকোতে কর্মরত।
স্থানীয়রা জানান, কুষ্টিয়াগামী দ্রুতগামী ট্রাক সিগারেট বহনকারী অটো ভ্যানের পিছন থেকে সজোরে ধাক্কা দিলে ২ জন গুরুতর আহত হয়।
আহতদের দ্রুত উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক ডা. তানসু সোমা একজনকে মৃত ঘোষণা করেন।
ডা. তানসু সুমা বলেন, হাসপাতালে আনার আগেই মেহেদী হাসানের মৃত্যু হয়। আহত রাজ্জাক আশঙ্কা মুক্ত।
পাংশা মডেল থানার অফিসার্স ইনচার্জ শেখ মাঈনুল ইসলাম বলেন ঘটনা হাইওয়ে থানা পুলিশ দেখছে।
বিবার্তা/মিঠুন/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]