
টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান গেইটসংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরে ময়লার স্তূপ জমে থাকায় চরম অস্বস্তিতে পড়েন হাসপাতালে আসা রোগী, স্বজন ও পথচারীরা। প্লাস্টিক,পচা ময়লা আবর্জনা ও মেডিকেল বর্জ্যে দুর্গন্ধ ছড়াচ্ছে চারপাশে। এতে একদিকে পরিবেশ দূষণ বাড়ছে, অন্যদিকে সংক্রমণের ঝুঁকিও তৈরি হচ্ছে।
সোমবার (১৫ ডিসেম্বর) সকালে সরেজমিনে গিয়ে এমন দেখা মিলে হাসপাতালে পশ্চিম পার্শে মেইন গেইটের ময়লার ভাগাড়ে সৃষ্টি হয়েছে। মশা-মাছি থেকে নানা পোকামাকড় উড়ছে। হাসপাতালে আসা রোগীর স্বজনরা নাকে কাপড় দিয়ে হাসপাতালে প্রবেশ করছে।
এছাড়া ১৫ তলা ভবনের প্রতিটি সিঁড়ির মুখে পানের পিক ও রোগীদের ব্যবহৃত বাথরুম ময়লা আবর্জনায় ভর্তি। শুধু মাত্র ব্যতিক্রম হাসপাতালের চতুর্থ তলা অবস্থিত প্রশাসনিক এলাকা। এই এলাকাটি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়।
জানা গেছে, এসব বর্জ্য হাসপাতাল কর্তৃপক্ষ, রোগীর স্বজন ও হাসপাতালের পাশে স্থাপিত অস্থায়ী টং দোকানীরা এসব ময়লা ফেলছে। এছাড়া হাসপাতালের পরিচ্ছন্নকর্মীদের গাফিলতির কারণে প্রতিনিয়ত জমা হচ্ছে বিভিন্ন ধরনের ময়লা আবর্জনা ও মেডিকেল বর্জ্য।
হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনরা জানান, প্রবেশমুখেই এমন নোংরা পরিবেশ স্বাস্থ্যঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে। দ্রুত নিয়মিত বর্জ্য অপসারণ ও পরিচ্ছন্নতা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।
স্থানীয়দের অভিযোগ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবহেলা ও সিটি পরিষ্কারের অনিয়মিত ব্যবস্থাপনার কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। এ বিষয়ে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন ভুক্তভোগীরা।
টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মোহাম্মদ আব্দুল কদ্দুছ জানান, হাসপাতালের ময়লা-আর্বজনা পরিস্কার করা একটি নিয়মিত কার্যক্রম। তার পরও দেখা যায় হাসপাতালের কিছু কিছু জায়গায় ময়লায় স্তূপ জমে যায়। হাসপাতাল পরিষ্কার- পরিচ্ছন্ন রাখতে সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে। অচিরেই অবস্থার উন্নতি হবে।
বিবার্তা/বাবু/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]