
রাজবাড়ীর পাংশায় শত্রুতা করে ব্যবসায়ীর ৩০ থেকে ৩৫ লাখ টাকার পাটখড়ি পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে ভুক্তভোগী ব্যবসায়ী মাসুদ শেখ পাংশা মডেল থানায় একজনের নাম উল্লেখসহ দুইজন কে অজ্ঞাত করে লিখিত অভিযোগ দায়ের করেন।
এর আগে গত বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পাংশা উপজেলার আশরাফুল ইসলাম মিয়ার জুটমিল প্রজেক্ট এলাকায় ব্যবসার জন্য রাখা পাটখড়িতে আগুন দেওয়া হয়। পরে পাংশা ও কালুখালির ২ টি ফায়ারসার্ভিসের টিম ৪ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করে।
এ বিষয়ে ভুক্তভোগী মাসুদ শেখ বলেন, আমি দীর্ঘদিন প্রবাসে থেকে বাড়ি এসে পাটখড়ির ব্যবসা শুরু করেছি।বিভিন্ন গ্রাম থেকে পাটখড়ি ক্রয় করে বিভিন্ন ফ্যাকটারী মিলেসহ চুয়াডাংঙ্গা, মেহেরপুরের বিভিন্ন পানের বরজে পাটখড়ি সাপ্লাই দিয়ে।আশরাফুল ইসলাম মিয়ার জুটমিল প্রজেক্ট এলাকায় ৩২ হাজার পাটখড়ি ও ১৬ হাজার বাছাইকৃত পাটখড়ি রাখা ছিলো। গত কয়েকদিন যাবত কলিমহর ইউনিয়নের ফলিমারা এলাকার রবি মাস্টারের ছেলে রকি (১৬) দুই/তিন জন যুবককে নিয়ে প্রতিদিন পাটখড়ির পাশে আড্ডা দিতো।বেশ কয়েকবার তাদের সেটা না যেতে অনুরোধ করেছিলাম। গত কাল যখন পাটখড়ির পালায় আগুন দেখা যায় তখন ওই যুবকরা দৌড়ে পালায় যেটা স্থানীয়রা দেখতে পায়। আমার ৩০ থেকে ৩৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
পাংশা মডেল থানার অফিসার্স ইনচার্জ শেখ মূঈল বলেন, লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিবার্তা/মিঠুন/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]