
কৃষি কর্মকর্তার পরামর্শে সাফল্য, দ্বিগুণ লাভের আশা করছেন ফুলকপি-বাঁধাকপি চাষিরা শীতকালীন সবজী চাষের ভরা মৌসুম চলছে।
মাঠের পর মাঠজুড়ে সবুজে মোরানো বাঁধাকপি ও ফুলকপির সমারোহ যেন চোখ জুড়িয়ে দেয় সবুজে সবুজে ঢেকে থাকা মাঠ গুলো । আবহাওয়া অনুকূলে থাকলে, কৃষি বিভাগের সময়োপযোগী পরামর্শ এবং কৃষকদের অবিরাম পরিশ্রমে এবার কপির বাম্পার ফলনের আশা করা হচ্ছে।
মৌসুমি এই ব্যস্ততা স্থানীয় অর্থনীতিতে এনেছে নতুন উদ্দীপনা, যার সুফল সরাসরি পাচ্ছেন কৃষকরা।উপজেলা কৃষি অফিসের তথ্যমতে।
চলতি ২০২৫-২৬ অর্থবছরেও সমপরিমাণ জমিতে ফুলকপি (৯০হেক্টর) ও বাঁধাকপি (৮৮হেক্টর) আবাদ করা হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় উৎপাদন প্রত্যাশার চেয়ে বেশি হতে পারে।
উল্লাপাড়া উপজেলার তারুটিয়া এলাকার সফল কৃষক মুনজুরুল ইসলাম ১ বিঘা জমিতে ফুলকপি ও বাঁধাকপির চাষ করে দেড় লাখ টাকা ব্যয় করেছেন। তিনি আশাবাদী, সঠিক ফলন হলে প্রায় ৩ লাখ টাকা পর্যন্ত বিক্রির আশা করছেন তিনি ।
উল্লাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুবর্ণা ইয়াসমিন সুমী বলেন, কৃষকদের শুরু থেকেই আমরা উন্নত জাতের বীজ, সুষম সার ব্যবস্থাপনা, রোগবালাই দমন এবং মাঠ পর্যায়ে নিয়মিত পরামর্শ দিয়ে সার্বিক সহায়তা প্রদান করে আসছি। আবহাওয়া এ বছর কপি চাষের জন্য খুবই অনুকূলে। আশা করছি, এবার ফুলকপি ও অন্যান্য শীতকালীন সবজি চাষে কৃষকরা লাভবান হবেন।"
বিবার্তা/কাইয়ুম/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]